whatsapp channel
 Bike News  Car News EV Updates Auto Tips Auto Motive IndustryCeleb's Collection
Advertisement

Bolero-র মার্কেট খেতে আসছে নতুন Tata Sumo! থাকবে শক্তিশালী ইঞ্জিন, সানরুফ সহ একগুচ্ছ ফিচার্স

বাজারে ফিরছে টাটা সুমো, নতুন ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন নিয়ে নতুনভাবে গাড়িটি লঞ্চ করছে টাটা মোটরস। থাকছে এক গুচ্ছ নতুন ডিজাইন এবং দামও থাকবে সাধ্যের মধ্যে

Ritwik Patra

Ritwik Patra

Advertisements

ভারতের বাজার ক্রমবর্ধমান। বিশ্বের অন্যান্য দেশের যেখানে বিক্রি কমছে ভারতের PPP (Purchasing Power Parity) বেড়েই চলেছে। মহামারীর মতো আকালের সময় ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির বাজার হয়ে ওঠে। আর বর্তমানে যেখানে বিশ্বের একাধিক দেশ মুদ্রাস্ফীতির ফাঁসে পড়ে হাঁসফাঁস করছে সেখানে একমাত্র উজ্জ্বল নক্ষত্র ভারত। তাই বিশ্বের বহু কোম্পানির কাছে গুরুত্বপূর্ন হয়ে ওঠছে ভারতের বাজার। সেই বাজারে আসতে চলেছে নতুন এক SUV, যা অতীতে বিক্রির রেকর্ড বানিয়েছে।

whatsapp logo
Advertisements

SUV সেগমেন্ট এখন হটকেকের মতো জনপ্রিয় হয়ে ওঠেছে। আর এই বাজার ধরার দৌড়ে নিজেদের পোর্টফোলিও আরো বড় করতে চলেছে টাটা মোটরস। আসন্ন সময়ে বাজারে ফিরে আসতে চলেছে টাটা সুমো (Tata Sumo)। চলুন দেখা যাক গাড়িটি নিয়ে কি জানা যাচ্ছে।

Advertisements

টাটা মোটরসের জনপ্রিয় গাড়ি টাটা সুমো। মার্কেটের চাহিদা দেখে টাটা মোটরস পুনরায় এই SUV টি নিয়ে আসছে বাজারে। নতুন ডিজাইনের সাথে টাটা সুমোর অত্যাধুনিক লুক বাজারে বেশ ঝড় তুলতে চলেছে। টাটা সুমো লঞ্চ হওয়ার পর স্বাভাবিক ভাবেই 7 সিটার ক্যাটেগরিতে বড়সড় পরিবর্তন দেখতে পাবে ভারতের বাজার।

শক্তিশালী ইঞ্জিন, আকর্ষনীয় পেশীবহুল চেহারার সাথে বাজারে ফিরছে টাটা সুমো। জানা যাচ্ছে যে, টাটা মোটরস নতুন Tata Sumo গাড়িতে 2936 সিসির ডিজেল ইঞ্জিন লাগাতে চলেছে। এর আগে টাটা সুমো গাড়িটি 15 কিমি মাইলেজ দিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই বলা চলে যে, গাড়িটি বাজারে এলে মাহিন্দ্রা বোলেরো ভালই প্রতিযোগিতা পাবে। আপাতত Mahindra Bolero দেশের সবথেকে বেশী বিক্রি হওয়া ৭ আসনের গাড়ি।

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে , Tata Sumo suv-তে ক্রুজ কন্ট্রোল, ADAS, সানরুফ, ব্লুটুথ কানেক্টিভিটি, বড় পর্দার মিউজিক সিস্টেম, হ্যান্ডস-ফ্রি মোবাইল রুফ মাউন্টেড এসি, ফগ ল্যাম্প, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোর মতো অনেক ফিচারস রয়েছে। সাথে অনেক আধুনিক ফিচারস যুক্ত হবে এবং সুরক্ষা ব্যবস্থাতেও উন্নয়ন আসতে চলেছে। প্রসঙ্গত, বাজারে গাড়িটির দাম থাকতে পারে 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকার মধ্যে।

About Author
Ritwik Patra
Ritwik Patra

Writes about cars (loves them!). Learns lots of things and tells stories about them too. Been doing it for a few years now.

SHARE