whatsapp channel
 Bike News  Car News EV Updates Auto Tips Auto Motive IndustryCeleb's Collection
Advertisement

Honda Shine 100: ১০ বছরের ফ্রি ওয়ারেন্টি, 3999 টাকা দিয়ে ঘরে আনুন এই মাইলেজ কিং বাইক!

Honda Shine 100: সারাদিনের টুকটাক শহরতলীতে ভ্রমণ বা অফিস যাওয়া আসা.. এই কাজের জন্য সাধারণ মধ্যবিত্তদের পছন্দ কমিউটার বাইক। বেশি সিসি বা রেট্রো ডিজাইনের বাইক গুলি নজর কাড়লেও প্রতিদিনের প্রয়োজনীয়তা…

Debosmita Dhar

Debosmita Dhar

Advertisements

Honda Shine 100: সারাদিনের টুকটাক শহরতলীতে ভ্রমণ বা অফিস যাওয়া আসা.. এই কাজের জন্য সাধারণ মধ্যবিত্তদের পছন্দ কমিউটার বাইক। বেশি সিসি বা রেট্রো ডিজাইনের বাইক গুলি নজর কাড়লেও প্রতিদিনের প্রয়োজনীয়তা ও পকেটের কথা ভেবে
গ্রাহকরা পছন্দের তালিকায় রাখেন কমিউটার বাইককেই।

whatsapp logo
Advertisements

আসলে এই কমিউটার বাইকের সুবিধা হল এগুলির দাম যেমন অনেক কম হয় তেমনি পাওয়া যায় দারুন মাইলেজ। আর এই তালিকায় সবার প্রথমে নাম আসে Hero Honda. অনেকদিন ধরেই জল্পনা চলেছিল বাজারে নতুন মোটরসাইকেল আনবে Honda. সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এই সংস্থা গতবছর বাজারে এনেছে Honda Shine 100. ইতিমধ্যে হিরোর অন্যান্য মডেলকে সরিয়ে বেস্ট সেলিং মডেলের জায়গা দখল করে নিয়েছে Honda Shine. আপনি যদি বাইক কেনার পরিকল্পনা করে থাকেন আজকে এই বাইক সম্পর্কে বিস্তারিত জেনে নিন-

Advertisements

আরও পড়ুন: এক চার্জে ৭২০ কিমি! ২০ মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ, সেরার সেরা এই ই-বাইক

Honda Shine 100: Specifications

এতে দেওয়া হয়েছে 98CC সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড প্রযুক্তির ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ 7.28 ব্রেক হর্সপাওয়ার ও 8.05NM টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সাথে দেওয়া হয়েছে 4Spped Manual গিয়ারবক্স। সবথেকে আকর্ষণীয় এর মাইলেজ। কোম্পানির দাবি অনুযায়ী প্রতি লিটারে এটি মাইলেজ দেয় 65 কিলোমিটার।

বাইকে 10.5 লিটারের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে অর্থাৎ একবার ফুল ট্যাংকি করলে মোট 650 কিমি যেতে পারবেন আপনি। অন্যান্য ফিচারস এর কথা বললে এতে মিলবে ড্রাম ব্রেক, সাসপেনশন, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল রিয়ার শক অ্যাবসর্বার।

আরও পড়ুন: এক চার্জে ছুটবে ১২০০ কিমি, মাত্র ৩.৫ লাখে কিনুন এই গাড়ি, জানুন ফিচার?

Honda Shine 100: Price & Advantages

Honda Shine 100 এর এক্স শোরুম মূল্য রাখা হয়েছে 64900 টাকা। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে বর্তমানে এই বাইকের ওপর একাধিক ডিলারশিপে 10% পর্যন্ত ক্যাশব্যাক মিলছে। আবার আপনার যদি এত বাজেট না থাকে তাহলে আপনি চাইলে ইএমআই এর মাধ্যমে বাইকটি কিনে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মাত্র 3999 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। বাকি টাকা 9.99% সুদের হারে মাসিক কিস্তি দিতে হবে‌। এর পাশাপাশি আপনি বাইকটি কিনলে ১০ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। অর্থাৎ 3 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি আর 7 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি।

About Author
Debosmita Dhar
Debosmita Dhar

আমি দেবস্মিতা ধর। গত তিন বছর ধরে Content Writing কাজের সাথে আমি যুক্ত। লেখালেখির শখ আমার বরাবরই ছিল। কবিতা, গল্পের পাশাপাশি যেকোনো জেনারেল নিউজ লেখায় পারদর্শী। পাঠকদের সামনে প্রয়োজনীয় তথ্য তুলে ধরাই আমার কাজ।

SHARE