whatsapp channel
 Bike News  Car News EV Updates Auto Tips Auto Motive IndustryCeleb's Collection
Advertisement

Bike Mileage Tips: বাইকে খেয়াল রাখুন এই ৫ জিনিস, ৭০ মাইলেজ পেলে ৮০ পাবেন

Bike Mileage Tips: মেয়েরা যেমন শাড়ি প্রেমী হয় তেমনই ছেলেরা হয় বাইক প্রেমী। একটা সময় ছিল যখন কারোর কাছে একটা বাইক থাকা মানে সে যেন বিশাল ব্যাপার। সে বাইক যেমনই…

Debosmita Dhar

Debosmita Dhar

Advertisements

Bike Mileage Tips: মেয়েরা যেমন শাড়ি প্রেমী হয় তেমনই ছেলেরা হয় বাইক প্রেমী। একটা সময় ছিল যখন কারোর কাছে একটা বাইক থাকা মানে সে যেন বিশাল ব্যাপার। সে বাইক যেমনই হোক না কেন তার কদর ছিল আলাদা। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকের ঘরেই একটি করে বাইক বা স্কুটি রয়েছে। আর এই দুচাকার বাহনে করেই মানুষজন হিল্লি-দিল্লি করে বেড়াচ্ছে।

whatsapp logo
Advertisements

Bike Mileage Tips

কিন্তু জানেন কি কিভাবে বাইকের মাইলেজ বাড়ানো যায়? বর্তমান সময়ে দাঁড়িয়ে তেলের যা দাম তাতে বুঝে শুনেই খরচ করতে হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাইকের যাতে মাইলেজ বেশি দেয় সেটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের এমন ৫টি টিপস দেব যাতে সহজেই আপনি বাইকের মাইলেজ বাড়াতে পারেন। চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

১. টিউন আপ (Tune up)

প্রতিদিন বাইক টিউন-আপ করুন অর্থাৎ বাইককে যত্নে রাখার চেষ্টা করুন।

২. সার্ভিসিং (Servicing)

বাইক যেমন দরকার আপনাকে সাহায্য করে ঠিক তেমন করেই বাইকের খেয়াল রাখাটাও কিন্তু খুবই জরুরি। আর তাইতো সঠিক সময়ে সার্ভিসিং করার চেষ্টা করুন। ইঞ্জিন অয়েল যাচাই করে তা বদলে নিন।

৩. এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ (Air filter and spark plug)

বাইকের ক্ষেত্রে এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর তাই এটিকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। কেননা, একটানা চালানোর ফলে এয়ার ফিল্টারে অনেক ময়লা জমে যায়। তা যদি পরিষ্কার না করেন তাহলে বাইকের মাইলেজ কমতে শুরু করবে। তাই সঠিক সময় অন্তর স্পার্ক প্লাগ বদলে নেওয়া খুবই প্রয়োজন। এছাড়াও চেইন এবং সকেটগুলো লুব্রিকেট করা দরকার। যেহেতু এগুলো স্টিল দিয়ে তৈরি তাই একটানা চালানোর পর সেগুলির কার্যকারীতা কমে যায়। আর তাইতো নিয়মিত বাইক টিউন আপ বা সার্ভিসিং করলে মাইলেজ বেড়ে যায়।

৪. সঠিকভাবে বাইক চালানো (Riding a bike properly)

অনেকেই আছেন যারা বাইকের যত্ন নেন ঠিকই কিন্তু বাইক একেবারেই চালাতে পারেন না। কখনও স্প্রিড বাড়িয়ে চালান আবার কখনও ব্রেক কষে চালান। তাহলে বলে রাখি যে, স্প্রিডে বাইক চালানো বন্ধ করুন। এমনকি বারবার ব্রেক কষবেন না। সবসময় মাঝারি গতিতে বাইক চালানোর চেষ্টা করবেন। এতে আপনার বাইকও ভালো থাকবে এমনকি মাইলেজও বাড়বে।

৫. আধুনিক বাইক (Modern bike)

সবসময় চেষ্টা করবেন আধুনিক না কিনে সাধারণ বাইক কিনতে। কেননা, যত বেশি আধুনিক সিস্টেমের ফ্যান্সি বাইক কিনবেন ততই মাইলেজ কম পাবেন।

তাহলে আর চিন্তা কিসের? এবার থেকে এই কটি নিয়ম মেনে গাড়ি চালান। তাহলেই দেখবেন আপনার বাইক অনেক বেশি মাইলেজ দেবে এমনকি চলবেও জীবনভর।

About Author
Debosmita Dhar
Debosmita Dhar

আমি দেবস্মিতা ধর। গত তিন বছর ধরে Content Writing কাজের সাথে আমি যুক্ত। লেখালেখির শখ আমার বরাবরই ছিল। কবিতা, গল্পের পাশাপাশি যেকোনো জেনারেল নিউজ লেখায় পারদর্শী। পাঠকদের সামনে প্রয়োজনীয় তথ্য তুলে ধরাই আমার কাজ।

SHARE