Read In
Whatsapp

টাকার চিন্তা আর করতে হবে না! ন্যূনতম খরচেই চলবে বাইক, আসছে CNG চালিত নয়া প্রযুক্তি

CNG চালিত বাইক আনছে বাজাজ, এইসময় লঞ্চ হবে সেটি

Advertisements

খুব জলদি বাজারে আসছে CNG বাইক। কিছুদিন আগেই বিষয়টি নিয়ে মুখ খোলেন বাজাজ অটোর সিইও রাজীব বাজাজ। রিপোর্ট জানাচ্ছে Bajaj অটোমোবাইলস CNG প্রোটোটাইপ নিয়ে ব্যাপক কাজ চালাচ্ছে। CNG এর সাথে সাথেই LPG ভেরিয়েন্টও আসবে বাজারে। বাজাজ অটোর এই পদক্ষেপ বাইকের পিছনে খরচ কমিয়ে দেবে অনেকখানি। টাকার চিন্তা আর করতে হবে না! ন্যূনতম খরচেই চলবে বাইক, আসছে CNG চালিত নয়া প্রযুক্তি

রিপোর্ট অনুযায়ী, প্রথম বাজাজ সিএনজি মোটরসাইকেল হতে পারে প্লাটিনা। ব্রুইজার E101 কোডনেমের সাথে কাজ চালাচ্ছে বাজাজ। ঔরঙ্গাবাদ প্ল্যান্টে বাইকটির উৎপাদন শুরু করতে পারে বাজাজ। আগামী 2024 সালের মাঝামাঝি সময়ে বাইকটি বাজারে লঞ্চ হতে পারে। খুব সম্ভবত 6 মাসের মধ্যেই প্রোটোটাইপ বাজারে নিয়ে আসবে বাজাজ।

Advertisements

বাজাজ অটোর ইডি রাকেশ শর্মা আমদানি রোধ করতে এবং দূষণ কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় কোম্পানির প্রতিশ্রুতি সম্পর্কে ব্যক্ত করেন। বাজাজ বৈদ্যুতিক যানবাহন (EV), ইথানল, এলপিজি এবং সিএনজি সহ “ক্লিনার ফুয়েল” এর পরিসরের সাথে তার পোর্টফোলিওর প্রচার এবং প্রসার করবে। বার্ষিক 100,000 এর বেশি CNG মোটরসাইকেল তৈরি হবে প্ল্যান্ট থেকে।

টাকার চিন্তা আর করতে হবে না! ন্যূনতম খরচেই চলবে বাইক, আসছে CNG চালিত নয়া প্রযুক্তি

বর্তমানে, বাজাজ প্লাটিনাতে 102 সিসি ইঞ্জিন রয়েছে। গাড়িটির টপ স্পিড 90 কিমি/ঘন্টা। 4-গতির গিয়ারবক্সের সাথে 7.9 PS শক্তি এবং 8.9 Nm টর্ক উৎপন্ন করে বাইকটি। প্লাটিনাতে আরামদায়ক আসন সহ চারটি ভিন্ন রঙের বিকল্পে পাবেন। বাইকের সামনে এবং পিছনে, উভয় চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে নিরাপত্তার জন্য।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.