TRENDS
Advertisement

মাত্র 1.5 লাখ বাজেটেই সুপারবাইকের মতো ছুটবে এই পাঁচ বাইক, তালিকা দেখে নিন এখানে

বর্তমানে বাইকের বাজার বেশ উৎসাহপূর্ন হয়ে ওঠেছে। বিগত কিছু সময়ে বাজারে এসেছে দারুণ কয়েকটি বাইক। Harley Davidson এর X440 থেকে শুরু করে Triumph Speed 400 সহ Kawasaki Ninja সবই এসেছে…

Published By: Ritwik | Published On:

বর্তমানে বাইকের বাজার বেশ উৎসাহপূর্ন হয়ে ওঠেছে। বিগত কিছু সময়ে বাজারে এসেছে দারুণ কয়েকটি বাইক। Harley Davidson এর X440 থেকে শুরু করে Triumph Speed 400 সহ Kawasaki Ninja সবই এসেছে বাজারে। কিন্তু আপনার বাজেট যদি 1.5 লক্ষ (Best Bike Under 1.5 lakh) টাকা হয় এবং এই বাজেটেই দ্রুত বাইকের দরকার পড়ে তাহলে কি করবেন?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

চিন্তা নেই অনেক খুঁজে আমরা 5টি দ্রুততম বাইকের তালিকা নিয়ে এসেছি যেগুলোর বাজেট 1.5 লাখের মধ্যেই। তাহলে চলুন, দেখে নেওয়া যাক তালিকা।

TVS Apache RTR 200 4V Best Bike Under 1.5 lakh
TVS Apache RTR 200 4V বাইকটি তার সেগমেন্টের অন্যতম সেরা স্পোর্টি বাইক। সেখানে রয়েছে একটি 197.75 সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যা 20.54 bhp শক্তি এবং 17.5 Nm টর্ক উৎপন্ন করে। RTR 200 4V এর দাম 1,49,292 টাকা।

Honda মাত্র 1.5 লাখ বাজেটেই সুপারবাইকের মতো ছুটবে এই পাঁচ বাইক, তালিকা দেখে নিন এখানে
Hornet বাইকটির সাফল্য দেখেই নতুন Hornet 2.0 বাইকটি বাজারে আনে Honda। দারুণ বাইক এই নতুন Honda CB Hornet 2.0, সাথে সেটি আরামদায়ক, নির্ভরযোগ্য এবং দক্ষ। বাইকে একটি 184.4cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা 17.03 bhp শক্তি এবং 15.9 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির দাম 1,39,000 টাকা।

Bajaj Pulsar NS200 মাত্র 1.5 লাখ বাজেটেই সুপারবাইকের মতো ছুটবে এই পাঁচ বাইক, তালিকা দেখে নিন এখানে
Bajaj Pulsar NS200 সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টি বাইক। সেখানে রয়েছে 199.5cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা 24.13 bhp শক্তি এবং 18.74 Nm টর্ক উৎপন্ন করে৷ Pulsar NS 200 এর দাম 1,49,363 টাকা।

Bajaj Pulsar F250 মাত্র 1.5 লাখ বাজেটেই সুপারবাইকের মতো ছুটবে এই পাঁচ বাইক, তালিকা দেখে নিন এখানে
বাজাজ পালসার F250 সেগমেন্টের আরেকটি সেরা বাইক। এই বাইক চালাতে খুবই আরামদায়ক। বাইকটিকে শক্তি যোগাচ্ছে 249.07 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 24.16 bhp শক্তি এবং 21.5 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির দাম শুরু হচ্ছে 1,49,978 টাকা থেকে।

Suzuki Gixxer SF 150
সুজুকির Gixxer বাইকটিও অত্যন্ত নির্ভরযোগ্য। সাথে এটি দ্রুত ছুটতে পারে। বাইকে রয়েছে একটি 155 সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যা মোট 13.4 bhp শক্তি এবং 13.8 Nm টর্ক উৎপন্ন করে। Gixxer SF এর দাম শুরু হচ্ছে 1,35,751 টাকা থেকে।
(ওপরোক্ত সমস্ত দাম Ex Showroom প্রাইসে দেওয়া হয়েছে) মাত্র 1.5 লাখ বাজেটেই সুপারবাইকের মতো ছুটবে এই পাঁচ বাইক, তালিকা দেখে নিন এখানে

About Author