Read In
Whatsapp

মাত্র 6 লাখেই কিনতে পারেন Tata-র এই দুর্দান্ত গাড়ি, ধাসু এই গাড়ির কাছে পাত্তা পাবেনা Exter

Exter বা Baleno নয়, 6 লাখের বাজেটে সেরা গাড়ি Punch! ফিচারস এবং দাম দেখে নিন

Advertisements

মিড সেগমেন্ট Punch একটি দারুণ গাড়ি। টাটা মোটরসের এই গাড়িটি যেমন বিলাসবহুল তেমনই শক্তিশালী ফিচারসের সাথে আসে। কম দামে দূর্দান্ত শক্তি এবং আকর্ষণীয় ডিজাইন গাড়িটি বিক্রির প্রধান USP। আকারে একটু ছোট হলেও 5 জনের যাতায়াতের ক্ষেত্রে অঢেল জায়গা রয়েছে এই গাড়িতে। বুট স্পেসও মন্দ নয়।

মাত্র 6 লাখেই কিনতে পারেন Tata-র এই দুর্দান্ত গাড়ি, ধাসু এই গাড়ির কাছে পাত্তা পাবেনা Exter

Advertisements

Punch গাড়িটি ভারতীয় পরিবারের জন্য এককথায় আদর্শ বলা চলে। 1199 সিসির ইঞ্জিন দারুণ শক্তি অফার করে। CNG ভার্সনেও পাওয়া যায় Punch। 7 ইঞ্চির বড় টাচস্ক্রিন ডিসপ্লে সহ ডিজিটাল ইনফোটেনমেন্ট সিস্টেম পাওয়া যায়। Punch compact SUV হলেও সেখানে 366 লিটারের বড় বুট স্পেস পাওয়া যায়।

মাত্র 6 লাখেই কিনতে পারেন Tata-র এই দুর্দান্ত গাড়ি, ধাসু এই গাড়ির কাছে পাত্তা পাবেনা Exter

Punch এর 1199 সিসির ইঞ্জিন 117.74 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। অফ রোদিংয়ের জন্য 187mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে টাটা পাঞ্চ সেগমেন্টর লিডার। 5 Star নিরাপত্তা পাওয়া যায় গাড়িতে। পিছনের দিকে Power Window এবং সামনে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগও রয়েছে।

মাত্র 6 লাখেই কিনতে পারেন Tata-র এই দুর্দান্ত গাড়ি, ধাসু এই গাড়ির কাছে পাত্তা পাবেনা Exter

Punch এর প্রারম্ভিক মূল্য 6 লক্ষ টাকা। টপ মডেলটির দাম পড়বে 10.10 লাখ টাকার আশেপাশে। CNG ভার্সনের দাম শুরু হচ্ছে 7.10 লক্ষ টাকা থেকে। পেট্রোল ভার্সনের মাইলেজ রয়েছে 20.09 kmpl। অন্যদিকে CNG ভার্সনের ক্ষেত্রে মাইলেজ রয়েছে 26.99km/kg। গত আগস্ট মাসে মোট 14,523 ইউনিট Punch বিক্রি হয়।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.