TRENDS
Advertisement

বাজারে আসছে নতুন Nexon, দেখে নিন গাড়িটির পাওয়ারট্রেন

অবশেষে নেক্সনের নতুন ভার্সন নিয়ে আসছে টাটা মোটরস। আজ থেকেই বুক করতে পারেন নতুন গাড়িটি

Published By: Ritwik | Published On:

Tata Nexon এর EV ভার্সনটি বাজারে বেশ ভালই সাড়া পেয়েছে। এরপর টাটা মোটরস তাদের Facelift ভার্সনটি বাজারে নিয়ে আসছে। নতুন গাড়িটি একগুচ্ছ নয়া ফিচারসের সাথে আসছে। বৈদ্যুতিক গাড়িটিতে কি কি ফিচারস থাকছে জানাই চলুন। বাজারে আসছে নতুন Nexon, দেখে নিন গাড়িটির পাওয়ারট্রেন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Nexon Facelift গাড়িটি নিয়ে আপডেট আসছিল অনেকদিন ধরেই। সম্প্রতি গাড়িটির ছবি এবং তথ্য সামনে এসেছে। আগামী 14 সেপ্টেম্বর টাটা মোটরস তাদের গাড়িটি বাজারে লঞ্চ করবে। এর আগে দেখে নিন কি কি ফিচারস থাকবে সেখানে।

নতুন Nexon EV জ্বালানি চালিত গাড়ির থেকে অনেকখানি আলাদা। লুক থেকে শুরু করে ফিচারস সমস্ত কিছুতেই বদল এসেছে। গাড়িটির সামনে রয়েছে লম্বা LED লাইটবার। উল্লেখ্য যে, Tata Curvv গাড়িটির থেকে Coup স্টাইল কপি করেছে Nexon। 16 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে Tata Nexon এ। বাজারে আসছে নতুন Nexon, দেখে নিন গাড়িটির পাওয়ারট্রেন

নতুন Nexon Facelift ভার্সনে দেখা যাচ্ছে ফ্রন্ট ফেসিয়া, নতুন গ্রিল, লাইট বার, স্প্লিট হেডল্যাম্প এবং LED ডিআরএল এবং vertical হেডলাইট ক্লাস্টার। ড্যাশবোর্ড ও বর্তমান Nexon এর চেয়ে বেশ খানিকটা ভিন্ন। মাত্র 9 সেকেন্ডেই 100 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম Nexon। 338 লিটারের বড় বুট স্পেস পাওয়া যায় Nexon Facelift।

মিডিয়াম এবং লং রেঞ্জ, এই দুটি ভার্সনে বাজারে এসেছে Nexon। লং ডিসটেন্স ভার্সনে 40.5 kWh এবং মিডিয়াম রেঞ্জ ভার্সনে 30.2 kWh ব্যাটারি প্যাক পাবেন আপনি। সর্বোচ্চ 465km মাইলেজ পাওয়া যায় Nexon এ। চলুন দেখে নেওয়া যাক, কেমন পাওয়ারট্রেন রয়েছে গাড়িতে। বাজারে আসছে নতুন Nexon, দেখে নিন গাড়িটির পাওয়ারট্রেন

Medium Range : 30.2 kWh ব্যাটারি প্যাক রয়েছে। মোট মাইলেজ পাওয়া যায় 325 km। মিডিয়াম রেঞ্জে 129 bhp শক্তি উৎপন্ন করে।

Long Range : এখানে 40.5 kWh ব্যাটারি প্যাক রয়েছে Long Range এর ক্ষেত্রে। 465 km মাইলেজ সহ 145 bhp শক্তি উৎপন্ন করে Long Range ভার্সনটি।
বাজারে আসছে নতুন Nexon, দেখে নিন গাড়িটির পাওয়ারট্রেন

About Author