ভারতের বাজারে দুটি সস্তা এবং সাশ্রয়ী বাইক বাজাজের CT 100 এবং TVS এর স্পোর্ট। চমৎকার মাইলেজ এবং আরামদায়ক রাইডের জন্যই বাইক দুটির এত নামডাক। কিন্তু আপনি কিনবেন কোন বাইক? চলুন আজকে সেকথাই জানাচ্ছি আপনাদের।
1) বাজাজ সিটি 100: সাধ্যের মধ্যে বাইক কেনার ইচ্ছে যাদের রয়েছে তাদের জন্য একদম পারফেক্ট এই বাইকটি। 32,000 টাকা থেকে 57,702 টাকার এক্স শোরুম দামের সাথে আসে গাড়িটি। মধ্যবিত্তদের জন্য সমস্ত দিক দিয়েই আইডিয়াল গাড়িটি। 99 সিসির ওয়ান সিলিন্ডার ইঞ্জিন আপনার পকেটের দিকেও দারুণ নজর রাখে।
678 মিমি উচ্চতার সিট সমস্ত মানুষের জন্যই একদম পারফেক্ট। এছাড়া এই বাইকটির মাইলেজও দারুণ, প্রতি লিটার পেট্রোলের সাথে 89 কিমি যেতে পারবেন আপনি। আবার বাইকে থাকা 10.5 লিটারের ফুয়েল ট্যাংক আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট্রোল পাম্প যাওয়া থেকে বিরত রাখবে।
2) টিভিএস স্পোর্ট: বাজাজের মতো না হলেও TVS Sport বাইকটিও প্রাইস টু পারফরম্যান্স রেডিওতে দুর্দান্ত। 63,990 থেকে 70,673 টাকা এক্স শোরুম দামের সাথে বাইকটি আসে। CT 100 এর মত এখানেও আপনি 99 সিসির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। ওয়ান সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন বেশ শক্তিশালী পারফরম্যান্সের সাথে মাইলেজও ভালো দেয়।
TVS Sport বাইকটির মাইলেজও বেশ ভাল। আপনি এখানে 70-75 কিমি/লি এর মাইলেজ পেয়ে যাবেন। সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং আরামদায়ক আসন রয়েছে বাইকে। যা দৈনন্দিন যাতায়াতকে আরো সহজ করে তোলে।