Read In
Whatsapp
Advertisement

প্রকাশ্যে এল Yamaha R3 এবং MT-03 এর লঞ্চের দিনক্ষণ, আগামী এই তারিখ বাজার কাঁপাতে আসছে দুটি বাইক

Yamaha বাজারে নিয়ে আসছে নতুন বাইকের সম্ভার। আগামীতে জলদিই দেখা যাবে দুটি শক্তিশালী সুপার বাইক। 2023 শেষ হওয়ার আগেই লঞ্চ হবে Yamaha R3 এবং নতুন MT-03 বাইক। বাইকদুটি লঞ্চ হয়…

Published By: Ritwik | Published On:
Advertisements

Yamaha বাজারে নিয়ে আসছে নতুন বাইকের সম্ভার। আগামীতে জলদিই দেখা যাবে দুটি শক্তিশালী সুপার বাইক। 2023 শেষ হওয়ার আগেই লঞ্চ হবে Yamaha R3 এবং নতুন MT-03 বাইক। বাইকদুটি লঞ্চ হয় MotoGP চলাকালীন। এরপর খবর আসে ডিসেম্বর মাসেই লঞ্চ হওয়ার বিষয়ে। নতুন রূপে একাধিক ফিচারস সহ শক্তিশালী ইঞ্জিনের সাথে কামব্যাক করছে Yamaha R3। বিশ্বজুড়েই দারুণ জনপ্রিয় এই বাইক।

Advertisements

Yamaha R3 এর সাথে বাজারে আসবে সেটির ন্যাকেড ভার্সন MT-03। যদিও ডিজাইন ছাড়া সেরকম কিছু ফারাক থাকবেনা বাইক দুটির মধ্যে। সম্প্রতি এই দুই বাইকের MotoGP এডিশনও লঞ্চ করেছে Yamaha। বাজারে অবশ্য এই দুই বাইককে জোর টক্কর দেবে Aprilia RS 457 এবং Kawasaki Ninja 400।

#Recommended
বাজারে লঞ্চ হল নতুন Eliminator 500, একই বাজেটে অথবা তার চেয়ে সস্তায়
লঞ্চ হয়ে গেল নতুন Hero Mavrick, 2 লাখেরও কম দামেই মিলছে শক্তিশালী 440
KTM বা Pulsar নয়, নতুন বছরে বাজারে ধামাল মাচাবে Yamaha এর নতুন বাইক
Hero Mavrick : হিরো লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ বাইক, বুকিং শুরু হচ্ছে এ
কামাল করল হোন্ডার এই বাইক, কম দামেই থাকছে দূর্দান্ত ফিচারস
নতুন Honda SP 160 কেনবার কথা ভাবছেন? মাসগেলে কত খরচ হবে দেখে নিন
লঞ্চ হয়ে গেল নতুন Kawasaki Eliminator 500, একই বাজেটে পেয়ে যাবেন দুর
খতরনাক লুক সহ ধাসু ইঞ্জিন, Yamaha-র এই বাইকে সাধ্যের মধ্যেই থাকছে সমস্
বছরের শুরুতেই আসছে নতুন Ninja, বাজার কাঁপাতে তৈরী Kawasaki
গেম চেঞ্জিং বাইক নিয়ে এল হোন্ডা! দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই, মাইলে

Yamaha YZF-R3 বাইকে ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থাকছে। এছাড়া LCD লাইটিং এবং হেডল্যাম্প সহ একটি LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যায়। বাইকের উভয় চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে, যা স্টাইলিশ অ্যালয় হুইলের সাথে যুক্ত। এছাড়া বাইকে রয়েছে উন্নতমানের সাসপেনশন যা চালককে বেশ আরামের সাথে চলতে সাহায্য করে।

পাওয়ারট্রেন: YZF-R3 বেশ শক্তিশালী পারফর্মার। সেখানে 296cc BS6 ইঞ্জিন সহ 38.88 bhp শক্তি এবং 26.1 Nm টর্ক উৎপন্ন করে। সামনের এবং পিছনে, উভয় চাকাতেই ডিস্ক ব্রেক শক্তিশালী স্টপিং পাওয়ার নিশ্চিত করে। উল্লেখ্য MT-03 এবং R3 ছাড়াও Ymaha R7, R1M, MT-07 and MT-09 এর প্রদর্শন করে।

কবে লঞ্চ হবে বাইকটি?
আগামী ডিসেম্বর মাস থেকে বাজারে উপলব্ধ হবে বাইকটি। Yamaha R3 এবং MT-03 বাইক দুটি Yamaha India ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন বুকিং করা যাবে।