TRENDS
Advertisement

Kawasaki নিয়ে আসছে নতুন ই-বাইক, পাবেন ফাটাফাটি সব ফিচার্স চমৎকার ফিচারস! জানুন খুঁটিনাটি

ফিচার প্যাকড দুটি ই-বাইক আনল কাওয়াসাকি, টপ স্পিড চমকে দেওয়ার মতো

Published By: Ritwik | Published On:

ইলেকট্রিক বাইকের বাজারে বড় আপডেট দিয়েছে Kawasaki। জাপানি এই কোম্পানি টেস্ট দুই চাকার জন্য সারাবিশ্বেই বেশ বিখ্যাত। সম্প্রতি তারা দুটি বাইক নিয়ে আসছে বাজারে। বিশেষ বিষয় এই যে, Kawasaki এর আসন্ন বাইক দুটি বৈদ্যুতিক হতে চলেছে। আগামী 2024 সাল নাগাদ সেগুলো বাজারে আসতে পারে। Kawasaki নিয়ে আসছে নতুন ই-বাইক, পাবেন ফাটাফাটি সব ফিচার্স চমৎকার ফিচারস! জানুন খুঁটিনাটি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Kawasaki এর নতুন বাইকদুটির নাম Ninja e1 এবং Ze1। পেট্রোল মডেল থেকে অনুপ্রাণিত হয়েই বাজারে এসেছে নতুন ই-বাইক গুলো। সেখানে যে মোটর থাকে সেটি মোট 9 kW শক্তি উৎপন্ন করে। আর এই মোটরের সাহায্যে সর্বোচ্চ 99kmph গতিতে ছুটতে পারে। ই-বুস্ট ফিচার থাকার কারণে খুবই অল্প সময়ের মধ্যে দারুণ গতিতে পৌঁছে যাওয়া সম্ভব।

Kawasaki নিয়ে আসছে নতুন ই-বাইক, পাবেন ফাটাফাটি সব ফিচার্স চমৎকার ফিচারস! জানুন খুঁটিনাটি

বাইকে 4.3 ইঞ্চির TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়া রোড, ইকো এবং ওয়াক এই তিন মোডে বাইকটি ছুটতে পারে। উল্লেখ্য এখানে কোনো ক্লাচ পাবেন না আপনি। এছাড়া রি-জেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকছে এখানে। ডুয়াল লিথিয়াম আয়ন রিমুভেবেল ব্যাটারি প্যাক রয়েছে যার ওজন রয়েছে 11.5 কেজি। এই ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় 3.7 ঘণ্টা।

Kawasaki নিয়ে আসছে নতুন ই-বাইক, পাবেন ফাটাফাটি সব ফিচার্স চমৎকার ফিচারস! জানুন খুঁটিনাটি    কাওয়াসাকি নিনজা ইলেকট্রিক মোটরসাইকেল একবার ফুল চার্জে 70 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। নিনজা বাইকের সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন দেখতে পাবেন। আপাতত ইউরোপ এবং ব্রিটেনের বাজারেই এই ইলেকট্রিক মোটরসাইকেলগুলি বিক্রি হবে। যদিও সেগুলোর দাম সম্পর্কেকিছু জানায়নি Kawasaki।

About Author