TRENDS
Advertisement

পুজোর আগে নতুন দুটি আকর্ষণীয় বাইক আনল হোন্ডা, দাম সাধ্যের মধ্যেই

এসে গেল CB350 এর নতুন দুটি এডিশন, দাম এবং ডিজাইন দেখে নিন

Published By: Ritwik | Published On:

পুজোর আগে আবারও নতুন বাইক লঞ্চ করেছে Honda। এক্কেবারে প্রিমিয়াম বাইক। 350 সিসি সেগমেন্টে জনপ্রিয় CB350 এবং CB350 RS এর নতুন Legacy Edition নিয়ে হাজির তারা। সেখানে যোগ হয়েছে নতুন গ্রাফিক্স। এতে যেমন ডিজাইনে পরিবর্তন এসেছে তেমনই আকর্ষণীয় হয়ে উঠেছে দুটি বাইক। পুজোর আগে নতুন দুটি আকর্ষণীয় বাইক আনল হোন্ডা, দাম সাধ্যের মধ্যেই

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

পুরোনো মডেলের সাথে হোন্ডার Big Wing ডিলারশিপ থেকে একইসাথে নতুন মডেল গুলিও কিনতে পারেন। নতুন ডিজাইনে বাইকের ফুয়েল ট্যাংকের ডিজাইনে পরিবর্তন এসেছে। সেখানে নতুন পার্ল সাইরেন ব্লু রং এবং Legacy Edition Badge যুক্ত থাকবে। আবার CB350RS Hue এডিশনে থাকবে দুটি ভিন্ন রঙ।

CB350RS Hue এডিশনে স্পোর্টস রেড এবং অ্যাথলেটিক ব্লু এই দুটি কালার যুক্ত রয়েছে। বাইকের অ্যালয় হুইল, হেডল্যাম্প এবং হ্যান্ডেলেও রঙের পার্থক্য স্পষ্ট। জিকেবিডি গ্রাফিক্স এবং রঙের পরিবর্তন ছাড়া অন্য কিছু নতুন নেই বাইক দুটিতে।

পুজোর আগে নতুন দুটি আকর্ষণীয় বাইক আনল হোন্ডা, দাম সাধ্যের মধ্যেই

উল্লেখ্য যে, Honda CB350 লেগাসি এডিশন এবং CB350RS Hue Edition, এই দুই বাইকেই 348.36 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 20.7 hp শক্তি এবং 30Nm টর্ক তৈরি করতে সক্ষম। CB350 লেগাসি এডিশনের এক্স শোরুম দাম 2.16 লাখ টাকা এবং CB350RS Hue Edition এর এক্স শোরুম দাম 2.19 লাখ টাকা।

About Author