2 লক্ষ টাকা বাজেট থাকলে বেশ কয়েকটি দূর্দান্ত বাইক কিনতে পারেন আপনি। কিন্তু সেরার মধ্যে সেরা এমন তিনটি Royal বাইকের তালিকা নিয়ে হাজির আমরা। চলুন সেগুলো দেখে নেওয়া যাক।
Royal Enfield Hunter 350 
Royal বাইকের কথা হচ্ছে আর সেখানে Royal Enfield থাকবেনা এ হতে পারে কি! 2 লক্ষ টাকার বাজেটে Royal Enfield এর সেরা মডেলের একটি Hunter। বাইকে রয়েছে 349cc সিঙ্গেল-সিলিন্ডার, টু-ভালভ, SOHC, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন। আর এই ইঞ্জিন মোট 20.2bhp শক্তি এবং 27Nm এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.50 লক্ষ টাকা থেকে।
Royal Enfield Classic 350 
একদম Royal লুকের সাথে কোনো বাইক কিনতে হলে Classic সেরা। 1.93 লাখ টাকা দামের এই বাইকে ভরপুর ফিচারস যেমন রয়েছে তেমনই বাইকটির লুকও দারুণ আকর্ষণীয়। Classic 350 তেও একই 349 সিসি ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন আগের মতোই 20.21 PS শক্তি এবং 27Nm এর টর্ক জেনারেট করে।
Yamaha FZ 25 
Yamaha এর এই বাইকেও দারুণ ডিজাইন এবং অতুলনীয় শক্তির মিশেল রয়েছে। FZ 25 বাইকে 249cc এয়ার-কুলড ইঞ্জিন মোট 20.8 bhp শক্তি এবং 20.1 Nm এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম। স্ট্রিট ফাইটার এই বাইকটির দামও 2 লক্ষ টাকার মধ্যেই।







