Read In
Whatsapp

বাইকের দামেই বাজারে মিলছে মারুতির এই বেস্ট সেলিং গাড়ি, আজই নিয়ে নিন দুর্দান্ত অফারের সুবিধা!

এবার এইটুকু মেনে চললেই বাড়িতে দাঁড়িয়ে থাকবে বড় চারচাকা, করতে হবে সামান্য কাজ

Advertisements

গাড়ি কেনার স্বপ্ন কার না থাকে। জীবনে সফলতা পাওয়ার পরই গাড়ি কেনা সম্ভব হয়ে থাকে। কারণ গাড়ির দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এক্ষেত্রে মারুতি সুজুকি ভালো অপশন দিচ্ছে। কিন্তু সেই গাড়িগুলোর দাম কম হলেও সাধ্যের বাইরেই বলা চলে। এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে হাজির হয়েছি। আর তার মাধ্যমে আপনি নিজের গাড়ি কেনার স্বপ্ন সাকার করতে পারেন।

আজ আমরা মারুতি সুজুকির Alto 800 গাড়িটির কথা বলছি। মানুষের মধ্যে বেশ জনপ্রিয় সেটি। গাড়িটির দাম বেশ কমের দিকেই। আর আজ মডেলটি Discontinue করার পর গাড়িটির দাম আরও কমে গিয়েছে। এখানে উল্লেখ্য গাড়ির দাaম কম হওয়ার সাথে সাথে সেটির মেইনটেনেন্সের খরচও বেশ কম। তবে গাড়িটি কিন্তু আপনাকে সেকেন্ড হ্যান্ড ভার্সনেই কিনতে হবে। এরকম তিনটি অফার রয়েছে। নিচে দেখে নিন সেগুলো।বাইকের দামেই বাজারে মিলছে মারুতির এই বেস্ট সেলিং গাড়ি, আজই নিয়ে নিন দুর্দান্ত অফারের সুবিধা!

Advertisements

1) Alto গাড়িটির 2010 মডেলটি কিনতে পারেন Olx থেকে। সেটির দাম রয়েছে 80,000 টাকা। দিল্লিতে গাড়িটির রেজিস্ট্রেশন থাকলেও অন্যান্য রাজ্যে স্থানান্তর করে দেওয়া সম্ভব হবে। যদিও গাড়িটি কিনতে আপনাকে কোনো অফার বা প্ল্যান করতে হবেনা। তবে

2) দ্বিতীয়ত Maruti Alto 800-এর আরো একটি ডিল রয়েছে CARTRADE ওয়েবসাইটে। সেটির দাম রয়েছে 1.25 লক্ষ টাকা। CNG কিট সমেত আসে। উল্লেখ্য, এই গাড়িটিও দিল্লি থেকেই আসে।

বাইকের দামেই বাজারে মিলছে মারুতির এই বেস্ট সেলিং গাড়ি, আজই নিয়ে নিন দুর্দান্ত অফারের সুবিধা!3) Maruti Suzuki Alto 800-এর সেকেন্ড হ্যান্ড মডেলের আরেকটি সস্তা ডিল QUIKR ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। গুরুগ্রাম রেজিস্ট্রেশন সহ অল্টোর 2024 মডেল রয়েছে, 2 লক্ষ টাকার বিনিময়ে। সিএনজি কিট, এমপ্লিফায়ার এবং বেস টিউব লাগানোই রয়েছে এই গাড়িতে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.