Read In
Whatsapp

রেকর্ড বিক্রী মারুতি সুজুকির এই গাড়ির, দাম সাধ্যের মধ্যেই আর ফিচারস টক্কর দেবে বহুমূল্য গাড়িকেও!

মারুতি সুজুকি একগুচ্ছ গাড়ি লঞ্চ করেছে বাজারে। এরমধ্যে হ্যাচব্যাক ক্যাটেগরিতে সবচেয়ে বেশী গাড়ি বিক্রী করে কোম্পানি। স্বাভাবিক ভাবেই মারুতি এই সেগমেন্টের ওপর বিশেষ জোর দিয়েছে। 2023 সালে বিক্রির হিসেবে পয়লা…

Advertisements

মারুতি সুজুকি একগুচ্ছ গাড়ি লঞ্চ করেছে বাজারে। এরমধ্যে হ্যাচব্যাক ক্যাটেগরিতে সবচেয়ে বেশী গাড়ি বিক্রী করে কোম্পানি। স্বাভাবিক ভাবেই মারুতি এই সেগমেন্টের ওপর বিশেষ জোর দিয়েছে। 2023 সালে বিক্রির হিসেবে পয়লা নম্বর স্থানে ছিল মারুতি সুজুকি। ফলাফল দেখলে বোঝা যায় যে, শুধু Swift নয় রেকর্ড বিক্রী হয়েছে আরো একটি গাড়ি। কিন্তু কেন এত পরিমাণে বিক্রি হচ্ছে Baleno, নীচে দেখে নিন গাড়ির ফিচারস। রেকর্ড বিক্রী মারুতি সুজুকির এই গাড়ির, দাম সাধ্যের মধ্যেই আর ফিচারস টক্কর দেবে বহুমূল্য গাড়িকেও!

Baleno গাড়িটি মারুতি সুজুকির নেক্সা ডিলারশিপের অধীনে আসে। সুরক্ষার জন্য গাড়ির সামনে এবং পিছনে উভয় দিকেই রয়েছে এয়ারব্যাগ। এছাড়া থাকছে ABS সিস্টেম। হিল-হোল্ড অ্যাসিস্ট, রিয়ার পার্কিং সেন্সর এবং 360-ডিগ্রি ক্যামেরার মতো উন্নত বৈশিষ্ট্য দেখতে পাবেন আপনি। চারটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Maruti Suzuki Baleno।

Advertisements

রেকর্ড বিক্রী মারুতি সুজুকির এই গাড়ির, দাম সাধ্যের মধ্যেই আর ফিচারস টক্কর দেবে বহুমূল্য গাড়িকেও!

গাড়িটিতে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম সহ 5 স্পিড ট্রান্সমিশন এবং 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। একটি 1.2 লিটার ইঞ্জিন পেট্রোলের পাশাপাশি সিএনজি ভার্সনেরও অপশন দেয়। গাড়িটি মোট 88.5 Bhp শক্তি এবং 113 Nm টর্ক উৎপন্ন করে। ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর বৈশিষ্ট্য রয়েছে। 3-পয়েন্ট সিটবেল্ট, অটো এসি এবং ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারস দিয়েছে মারুতি সুজুকি।

Baleno CNG তে 30.61km/kg এর দারুণ মাইলেজ দেয়। পেট্রোল ভার্সনে মাইলেজ রয়েছে 22.94 kmpl এর। বেস মডেলের এক্স শোরুম দাম রয়েছে 6.61 লক্ষ টাকা। টপ স্পেক মডেলের এক্স শোরুম দাম পড়বে 9.88 লক্ষ টাকা। উল্লেখ্য, বাজারে গাড়িটি Hyundai i20, Tata Altroz এবং Citroen C3 এর সাথে প্রতিযোগিতা করবে।

রেকর্ড বিক্রী মারুতি সুজুকির এই গাড়ির, দাম সাধ্যের মধ্যেই আর ফিচারস টক্কর দেবে বহুমূল্য গাড়িকেও!

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মোট 18,417টি ব্যালেনো বিক্রি হয়। এরপর আসে Wagon R, গাড়িটির মোট বিক্রী হচ্ছে 18417 ইউনিট। তৃতীয় স্থানে ছিল Nexon। মোট বিক্রি হয় 15325 ইউনিট। উল্লেখ্য 15001 ইউনিট বিক্রি হওয়ার কারণে চতুর্থ স্থানে Brezza এবং 14703 ইউনিট মারুতির সুইফট বিক্রি হয়েছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.