Read In
Whatsapp

8 লাখের বাজেটে বাজারে এল নতুন Nexon EV, ARAI সার্টিফায়েড মাইলেজ রয়েছে এত!

নেক্সনের নতুন ভার্সন নিয়ে হাজির টাটা মোটরস। দাম এবং কি কি ফিচারস পাওয়া যাচ্ছে দেখে নিন বিশদে

Advertisements

টাটা মোটরসের নতুন Nexon Facelift গাড়িটি আজ বাজারে লঞ্চ হয়েছে। এর আগে বিক্রির রেকর্ড বানিয়েছে Nexon, কিন্তু এবার গাড়িটিকে বড়মাপের midlife boost দিয়েছে টাটা মোটরস। বিপুল চাহিদা দেখেই নয়া Facelift ভার্সন নিয়ে আসছে টাটারা। গাড়ির ফিচারস এবং দাম দেখে নেওয়া যাক চলুন। 8 লাখের বাজেটে বাজারে এল নতুন Nexon EV, ARAI সার্টিফায়েড মাইলেজ রয়েছে এত!

নেক্সন ফেসলিফ্ট 2023 মোট 11টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলো হলো Creative, Creative+, Creative+ S, Fearless, Fearless S, Fearless+ S, Pure, Pure S, Smart, Smart+ এবং Smart+S। ভেরিয়েন্ট আলাদা আলাদা হওয়ার কারণে দামও ভিন্ন ভিন্ন রয়েছে।

Advertisements

নতুন Nexon Facelift ভার্সনে দেখা যাচ্ছে ফ্রন্ট ফেসিয়া, নতুন গ্রিল, লাইট বার, স্প্লিট হেডল্যাম্প এবং LED ডিআরএল এবং vertical হেডলাইট ক্লাস্টার। ড্যাশবোর্ড ও বর্তমান Nexon এর চেয়ে বেশ খানিকটা ভিন্ন। মাত্র 9 সেকেন্ডেই 100 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম Nexon। 338 লিটারের বড় বুট স্পেসও পেয়ে যাবেন আপনি।

ইঞ্জিন: আসন্ন গাড়িতে দুই ধরনের ইঞ্জিন থাকতে পারে। এটি হলো বৈদ্যুতিক এবং জ্বালানি চালিত ইঞ্জিন। বৈদ্যুতিক ইঞ্জিনটি মাত্র 9 সেকেন্ডে 0 থেকে 100 kmph গতি তুলতে সক্ষম। উল্লেখ্য মোট 245 Nm টর্ক উৎপন্ন করতে পারে ইঞ্জিনটি। অন্যদিকে জ্বালানি চালিত ইঞ্জিন আবার পেট্রোল এবং ডিজেল, উভয় ভার্সনের সাথে আসবে। 1.2 লিটার টার্বো পেট্রল ইঞ্জিন অথবা 1.5 লিটার টার্বো ডিজেল ইঞ্জিনের সাথে যুক্ত থাকবে ম্যানুয়াল এবং অটোম্যাটিক ট্রান্সমিশন। জ্বালানির ক্ষেত্রে মোট 145 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম Nexon।

8 লাখের বাজেটে বাজারে এল নতুন Nexon EV, ARAI সার্টিফায়েড মাইলেজ রয়েছে এত!

মাইলেজ: Tata Nexon EV তে 40.5 kWh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে। Nexon Facelift গাড়িতে মোট মাইলেজ রয়েছে 453 km। এছাড়া 30.2 kWh এরও একটি ব্যাটারি অপশনও রয়েছে। উল্লেখ্য যে, নতুন ভার্সনের মাইলেজ আগের থেকে 15 কিমি বেড়েছে। জ্বালানি চালিত ইঞ্জিনের ক্ষেত্রে গাড়িটির ARAI মাইলেজ সদ্যই সামনে এসেছে। সেখানে জানা যাচ্ছে যে, পেট্রোল ভার্সনে ম্যানুয়াল গিয়ারবক্স সহ ARAI মাইলেজ 17.44 kmpl। অটোমেটিক ও DCT গিয়ারবক্স সহ মাইলেজ 17.18 kmpl এবং 17.01 kmpl। ডিজেলের ক্ষেত্রে ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে মাইলেজ 23.23 kmpl এবং AMT গিয়ারবক্সের মাইলেজ 24.08 কিমি প্রতি লিটার।
8 লাখের বাজেটে বাজারে এল নতুন Nexon EV, ARAI সার্টিফায়েড মাইলেজ রয়েছে এত!

চার্জিং: 7.2Kw AC চার্জারের সাহায্যে মিড রেঞ্জ গাড়ির ব্যাটারি 0-100% চার্জ হতে সময় নেয় 4.3 ঘণ্টা। লং রেঞ্জ-এর জন্য সময় বেড়ে দাঁড়ায় 6 ঘণ্টা। কিন্তু DC ফাস্ট চার্জার মারফৎ মাত্র 56 মিনিটেই 80% চার্জ হয়ে যায়। উল্লেখ্য যে, স্ট্যান্ডার্ড 15A চার্জার দ্বারা চার্জ করলে সময় লাগবে 15 ঘণ্টা।
8 লাখের বাজেটে বাজারে এল নতুন Nexon EV, ARAI সার্টিফায়েড মাইলেজ রয়েছে এত!

দাম: Nexon Facelift EV 14.99 লাখের এক্স শোরুম দামে লঞ্চ হয়েছে। ডিজেল বেস ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম 10.99 লাখ টাকা। পেট্রল মডেলগুলির দাম শুরু হয় 8.10 লাখ টাকা থেকে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.