TRENDS
Advertisement

বাজারে নতুন গাড়ি নিয়ে এল KIA, দাম এবং ফিচারস দেখলে চমকে উঠবেন আপনি! কেনার হলে দেখুন EMI প্ল্যান

18.4 কিমি মাইলেজ আর শক্তিশালী ইঞ্জিন সহ মাত্র এই দামেই KIA Sonet Facelift ভার্সন লঞ্চ হলো ভারতের বাজারে, অত্যাধুনিক এই ফিচারস রয়েছে

Published By: Ritwik | Published On:

সম্প্রতি বাজারে নতুন গাড়ি লঞ্চ করেছে KIA। তারা নিজেদের জনপ্রিয় Sonet গাড়িটির Facelift ভার্সন নিয়ে এসেছে বাজারে। একদম নতুন প্রযুক্তির সাথে বাজারে গাড়িটি লঞ্চ করেছে KIA MOTORS। বাজারে উপস্থিত অন্যন্য প্রিমিয়াম গাড়ির তুলনায় কোনো অংশে কম যায়না নতুন KIA Sonet। কী কী ফিচারস রয়েছে দেখে নিন। বাজারে নতুন গাড়ি নিয়ে এল KIA, দাম এবং ফিচারস দেখলে চমকে উঠবেন আপনি! কেনার হলে দেখুন EMI প্ল্যান

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

লেটেস্ট টেকনোলজির সাথে বাজারে এসেছে Sonet এর Facelift ভার্সন। গাড়িটির মাইলেজ যেমন সুন্দর তেমনই দারুণ এর ডিজাইন। এক্সটেরিয়রের পাশপাশি গাড়িটির ইন্টেরিয়র ডিজাইনও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। গাড়িটি মিড রেঞ্জে এলেও ডিজাইন ল্যাঙ্গুয়েজ হাই এন্ড গাড়ির থেকে কোনো অংশে কম যায়না।

ফিচারস: ওয়্যারলেস ফোন চার্জার, রিয়ার ভেন্ট সহ অটো এসি এবং স্মার্টফোন কানেক্টেড কার প্রযুক্তির মতো বৈশিষ্ট্যগুলি থাকছে এই গাড়িতে। এছাড়া নানান আধুনিক বৈশিষ্ট্য সহ অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট রয়েছে। গাড়িতে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সহ এয়ার ফিল্টারের সুবিধাও দেখতে পাবেন আপনি।বাজারে নতুন গাড়ি নিয়ে এল KIA, দাম এবং ফিচারস দেখলে চমকে উঠবেন আপনি! কেনার হলে দেখুন EMI প্ল্যান

ইঞ্জিন এবং বৈশিষ্ট্য: KIA Sonet এ 1.2-লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। এটি মোট 83 PS শক্তি এবং 115 Nm টর্ক উৎপন্ন করে। 5-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং 18.4 kmpl এর জ্বালানী ক্ষমতা সহ ডুয়াল এয়ারব্যাগ, EBD সহ ABS, পার্কিং সেন্সর, পাওয়ার উইন্ডোজ, টিল্ট স্টিয়ারিং পাওয়া যায়।বাজারে নতুন গাড়ি নিয়ে এল KIA, দাম এবং ফিচারস দেখলে চমকে উঠবেন আপনি! কেনার হলে দেখুন EMI প্ল্যান

নিরাপত্তা: আধুনিক প্রযুক্তির সাথে Kia Sonet Facelift 2023 গাড়িতে 6 টি এয়ারব্যাগ, EBD সহ ABS, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC) এবং Vehicle Stability Control (VSM) এর মত বৈশিষ্ট্য রয়েছে। স্ট্যান্ডার্ড নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 4টি এয়ারব্যাগ এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)।

দাম: Kia Sonet Facelift 2023 লো বাজেট সেগমেন্টে আসে। গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে 7.79 লক্ষ টাকা। কিন্তু এতটাকা না থাকলে আপনি ফাইন্যান্সের মাধ্যমে কিনতে পারে। চলুন ফাইন্যান্স প্ল্যান দেখে নেওয়া যাক।

বাজারে নতুন গাড়ি নিয়ে এল KIA, দাম এবং ফিচারস দেখলে চমকে উঠবেন আপনি! কেনার হলে দেখুন EMI প্ল্যান

ফাইন্যান্স প্ল্যান:
দিল্লিতে KIA Sonet এর অন রোড দাম 8.77 লক্ষ টাকা। এবার আপনি মোট দামের 10 থেকে 20% ডাউনপেমেন্ট করলে বাকি টাকা 5 বছরের মধ্যে EMI এর মাধ্যমে মেটাতে পারেন। এই মেয়াদে 8-12% সুদ দিতে হয়।

About Author