Read In
Whatsapp

2024 এ আসছে দুর্দান্ত এই SUV, ফিচার্স দেখেই ফিদা হয়ে যাবেন! দাম কত?

2023 সাল প্রায় শেষ। অন্তিম লগ্নে আরো দুই এক খানা নতুন গাড়ি বাজারে লঞ্চ হতে পারে। কিন্তু আগামী বছর অর্থাৎ 2024 সালে SUV সেগমেন্ট আরো ধামাকাদার হতে চলেছে। তবে শুধু…

Advertisements

2023 সাল প্রায় শেষ। অন্তিম লগ্নে আরো দুই এক খানা নতুন গাড়ি বাজারে লঞ্চ হতে পারে। কিন্তু আগামী বছর অর্থাৎ 2024 সালে SUV সেগমেন্ট আরো ধামাকাদার হতে চলেছে। তবে শুধু SUV নয় সাথে একটি হ্যাচব্যাক সহ বৈদ্যুতিক SUV ও আসবে এই বাজারে। চলুন পুরো তালিকা দেখে নেওয়া যাক।

Hyundai Creta Facelift: 2024 এ আসছে দুর্দান্ত এই SUV, ফিচার্স দেখেই ফিদা হয়ে যাবেন! দাম কত? ফেসলিফ্টেড Hyundai Creta। গাড়িটির ভিতরে এবং বাইরে বড় আপডেট থাকবে। সেখানে নতুন 1.5L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে যা মোট 160 PS শক্তি এবং 253 Nm টর্ক উৎপন্ন করবে। স্পোর্টি লুকের সাথে Creta এর নতুন ভার্সনে ADAS ফিচারসও দেখা যাবে।

KIA Sonet Facelift: 2024 এ আসছে দুর্দান্ত এই SUV, ফিচার্স দেখেই ফিদা হয়ে যাবেন! দাম কত?
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

Advertisements

Mahindra XUV300: 2024 এ আসছে দুর্দান্ত এই SUV, ফিচার্স দেখেই ফিদা হয়ে যাবেন! দাম কত? Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করবে শীঘ্রই। আগামী বছরের শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হবে। 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে নতুন XUV 300। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকছে নতুন XUV 300 গাড়িতে।

Tata Punch EV:

2024 এ আসছে দুর্দান্ত এই SUV, ফিচার্স দেখেই ফিদা হয়ে যাবেন! দাম কত?
Tata Punch

Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV। জানা যাচ্ছে Nexon EV থেকে অনেকখানি ডিজাইন নেবে এই নতুন গাড়িটি। 30 kWh ব্যাটারি প্যাকের সাথে 300 কিমি রেঞ্জ এবং Ziptron প্রযুক্তির সাথে লঞ্চ হবে নয়া Punch EV।

Tata Harrier EV: 2024 এ আসছে দুর্দান্ত এই SUV, ফিচার্স দেখেই ফিদা হয়ে যাবেন! দাম কত? 2023 অটো এক্সপোতে Harrier EV ধারণাটি সবথেকে প্রথমে সামনে আসে। গাড়িটি 4×4 ক্ষমতাসম্পন্ন। সম্প্রতি লঞ্চ হওয়া Nexon এবং Nexon EV ফেসলিফ্টগুলি হ্যারিয়ার ইভি ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়। Harrier EV 2024 সালে বাজারে আসতে পারে। 500 কিলোমিটারের বেশি মাইলেজ থাকবে গাড়িতে। Tata এর Gen 2 EV আর্কিটেকচারের সাথে আগের মতই ল্যান্ড রোভারের মত ওমেগা আর্কিটেকচার থাকবে। যদিও গাড়িটির বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি কনফিগারেশন প্রকাশ করেনি টাটা মোটরস।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.