গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেম বর্তমানে বেশ গুরুত্বপূর্ন। লেটেস্ট ফিচারস সমেত সেজে ওঠেছে নতুন গাড়িগুলো। কিন্তু জানেন কি 15 লাখের বাজেটে সেরা ইনফোটেনমেন্ট সিস্টেম (Best Infotainment system in 15 lakh Budget) পাওয়া যায় কোন কোন গাড়িগুলোতে? আজ সেরকমই এক তালিকা নিয়ে হাজির আমরা।
Kia Seltos 
Kia Seltos তার ফেসলিফ্ট সংস্করণের সাথে একাধিক আপডেট পেয়েছে। নতুন গাড়িতে রয়েছে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রদর্শন করার সময় দারুণ একটি ইউজার ইন্টারফেস রয়েছে সেখানে।
Hyundai Creta 
Hyundai Creta তেও একটি 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। নতুন স্ক্রিনটি বেশ প্রতিক্রিয়াশীল এবং সেখানে বেশ কিছু প্রয়োজনীয় তথ্যও প্রদর্শিত হয়। গাড়ির অনেক ফিচারস নিয়ন্ত্রণ করা যায় ইনফোটেইনমেন্ট সিস্টেম দ্বারা।
Honda Elevate 
কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে নতুন SUV টি। সেখানে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সমেত ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো অফার করে।
Hyundai Verna 
Hyundai Verna গাড়িতেও একটি 10.25-ইঞ্চি টাচস্ক্রিন রয়েছে। এই স্ক্রিনের বৈশিষ্ট্যগুলি ব্যবহার করাও বেশ সহজ এবং এটি Apple Carplay এবং Android Auto এর সাথে আসে।
Volkswagen Virtus 
Volkswagen Virtus গাড়িতে রয়েছে 10.9-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। গাড়িতে দারুণ একটি UI রয়েছে। এছাড়া সেখানে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর মতো বৈশিষ্ট্যগুলিও রয়েছে।







