Read In
Whatsapp

বাজার কাঁপাতে নয়া ইলেকট্রিক স্কুটার আনল Acer, দূর্দান্ত মাইলেজের সাথে রয়েছে আকর্ষণীয় ফিচার্স

MUVI-125-4G ইলেকট্রিক ভেহিকলটি দেশে Acer ব্র্যান্ডের প্রথম স্কুটার। দেখে নিন স্কুটারটির ফিচার্স স্পেশিফিকেশন।

Advertisements

ল্যাপটপ সংস্থা Acer এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই বোধহয়। তাইওয়ানের এই কোম্পানি মূলত ল্যাপটপ তৈরীর জন্য বিখ্যাত হলেও এবার পা রাখছে গাড়ির দুনিয়াতেও। এবার ব্যাটারি চালিত স্কুটার আনল ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা Acer। সংস্থার দাবি, Muvi 125 4G নামক এই ইলেকট্রিক স্কুটারটি ওজনে হালকা হলেও কাজের নিরিখে বেশ দমদার।

মাস কয়েক গ্রেটার নয়ডা থেকে গাড়িটির লঞ্চিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। ইলেকট্রিক মোবিলিটি প্ল্যাটফর্ম eBikeGo-র সঙ্গে যৌথভাবে Acer তাদের প্রথম মডেল লঞ্চ করে। প্রসঙ্গত উল্লেখ্য , এর আগেও eBikeGo নামের এই সংস্থাটি ভারতে একাধিক বৈদ্যুতিক স্কুটার তৈরি করেছে। তবে Acer ব্র্যান্ডের প্রথম স্কুটার হল MUVI-125-4G।

Advertisements

বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী খবর, এই স্কুটার জনপ্রিয়তা পেলে আগামী সময়ে দু-চাকা, তিন-চাকা অর্থাৎ ই-বাইক, ই-স্কুটার এবং ই-ট্রাইক নিয়ে আসার পরিকল্পনা করছে তাইওয়ানের এই সংস্থা। স্কুটারটিতে রয়েছে লাইট-ওয়েট চ্যাসিস, এবং তারসাথে রয়েছে 16 ইঞ্চির চাকা। এতে করে রাইড যে স্মুথ হবে সেকথা বলাই বাহুল্য।

জানিয়ে দিই এই চ্যাসিসটির সাথে দেওয়া হয়েছে ফ্রন্ট হাইড্রলিক ফর্ক, যেটি চালকদের স্টেবিলিটি তো বজায় রাখবেই। তার সাথে স্পিড তুলতেও সাহায্য করবে। এটা ছাড়াও এই ই-স্কুটারের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর সোয়্যাপেবল ব্যাটারি। খুব সহজেই ব্যাটারি খুলে যে কোনও জায়গায় চার্জিং-এ বসিয়ে দিতে পারবেন। পাশাপাশি কোনও ব্যাটারি সোয়্যাপিং স্টেশন থেকে খুব সহজেই ব্যাটারি রিপ্লেস করে নিতে পারবেন।

বাজার কাঁপাতে নয়া ইলেকট্রিক স্কুটার আনল Acer, দূর্দান্ত মাইলেজের সাথে রয়েছে আকর্ষণীয় ফিচার্স

জানিয়ে দিই, এই রিমুভেবল ব্যাটারি দুটিই সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ই-স্কুটারটির সর্বোচ্চ স্পিড প্রায় 75 kmph। সংস্থার দাবি, স্কুটারটি একবার ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘন্টা। পাশাপাশি আরো একটা আকর্ষনীয় বিষয় হল, Acer MUVI-125-4G ইলেকট্রিক স্কুটারের ফিচারগুলি কাস্টমাইজেবল। অর্থাৎ আপনি নিজের ইচ্ছেমত ফিচার কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও এতে পেয়ে যাবেন ব্লুটুথ এনাবলড 4 ইঞ্চির LCD স্ক্রিন। দামের কথা বললে, স্কুটারটি বর্তমানে eBikeGo সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ। যদিও এর প্রারম্ভিক দাম এখনও স্পষ্ট নয়।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.