Read In
Whatsapp
Advertisement

স্পোর্টি লুক এবং অত্যাধুনিক ফিচারস সহ বাজারে আসছে নতুন Honda SP 125, দাম থাকছে সাধ্যের মধ্যেই

Sp 125 এর নতুন ভ্যারিয়েন্ট এল বাজারে, থাকছে এই টেকনোলজি এবং অত্যাধুনিক নয়া ফিচারস

Published By: Ritwik | Published On:
Advertisements

TVS এবং Honda এর মধ্যে লড়াই জমে ওঠেছে। কমিউটার বাইক সেগমেন্টে 125 সিসি বাইকের ক্ষেত্রে দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়েছে Raider 125 এবং SP 125 এর মধ্যে। কিছুদিন আগেই নতুন Raider লঞ্চ হয় বাজারে। এরপর সম্প্রতি বাজারে এসেছে নতুন SP 125। সেখানে যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচারস। তাহলে কেমন এই নতুন SP 125? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements
sp 125
SP 125 এর সমস্ত ফিচারস :

ইঞ্জিন: নতুন Honda SP 125 বাইকে 124 সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি মোট 10.7 bhp শক্তি এবং 10.9nm টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনে সাইলেন্ট স্টার্টের জন্য ACG স্টার্টার মোটর এবং 5-স্পীড গিয়ারবক্স রয়েছে।

#Recommended
লঞ্চ হয়ে গেল নতুন Hero Mavrick, 2 লাখেরও কম দামেই মিলছে শক্তিশালী 440
KTM বা Pulsar নয়, নতুন বছরে বাজারে ধামাল মাচাবে Yamaha এর নতুন বাইক
Hero Mavrick : হিরো লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ বাইক, বুকিং শুরু হচ্ছে এ
KIA Seltos : নতুন গাড়ি লঞ্চ করল Kia, মাত্র 12 লাখেই নিয়ে আসুন নতুন ফ
কামাল করল হোন্ডার এই বাইক, কম দামেই থাকছে দূর্দান্ত ফিচারস
মাত্র 20 হাজারেই বাড়ি নিয়ে যান নতুন Honda Shine 100, দেখে নিন কি করত
নতুন Honda SP 160 কেনবার কথা ভাবছেন? মাসগেলে কত খরচ হবে দেখে নিন
খতরনাক লুক সহ ধাসু ইঞ্জিন, Yamaha-র এই বাইকে সাধ্যের মধ্যেই থাকছে সমস্
বছরের শুরুতেই আসছে নতুন Ninja, বাজার কাঁপাতে তৈরী Kawasaki
গেম চেঞ্জিং বাইক নিয়ে এল হোন্ডা! দাম এবং ফিচারস সাধ্যের মধ্যেই, মাইলে

মাইলেজ: নতুন Honda SP 125 এ আপনি ARAI সার্টিফায়েড 65 Kmpl মাইলেজ পেয়ে যাবেন।

ফিচারস: সম্পূর্ণ নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 100 মিমি চওড়া পিছনের টায়ার, LED হেডলাইট, কম্বি ব্রেক সিস্টেম, ইন্টিগ্রেটেড পাস লাইট সুইচ, অ্যালয় হুইল দেখতে পাবেন। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে আপনি দূরত্ব, গড় মাইলেজ, রিয়েল-টাইম মাইলেজ, ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর ইত্যাদি তথ্য পেয়ে যাবেন

দাম: বাজারে মোট 2টি ভেরিয়েন্ট এবং 5টি রঙের সাথে উপলব্ধ SP 125। ডিস্ক ব্রেকের সাথে টপ ভেরিয়েন্টটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে 89,131 টাকা।