Read In
Whatsapp

বাজার গরম করতে এলো Hero-র দুর্দান্ত স্কুটার, থাকছে 122 কিমি রেঞ্জ সহ ঝাক্কাস ফিচারস

শক্তিশালী ইঞ্জিন, দারুণ মাইলেজ, উন্নত ফিচারস সহ আসছে Hero Electro Optima CX

Advertisements

টু হুইলারের বাজার বেশ বড় পরিসরে বেড়েছে বিগত কিছু সময়ে। সাধারণ বাইক বা স্কুটারের চাহিদা কমে গিয়ে বেড়েছে বৈদ্যুতিক স্কুটার এবং বাইকের চাহিদা। সাধারণত বিদ্যুৎ চালিত স্কুটার এবং বাইকগুলোর দাম বেশি হলেও আজ যে স্কুটার নিয়ে বলতে চলেছি সেটি বেশ সস্তায় কিনতে পারবেন। চলুন এই স্কুটারটিকে জানাই আপনাদের।বাজার গরম করতে এলো Hero-র দুর্দান্ত স্কুটার, থাকছে 122 কিমি রেঞ্জ সহ ঝাক্কাস ফিচারস

গ্রাহকদের জন্য দারুণ এই বৈদ্যুতিক স্কুটারটি নিয়ে এসেছে Hero Electro। স্কুটারের নাম Hero Electric Optima CX। দুটি ব্যাটারি বিকল্পের সাথে আসে এটি। একটি ব্যাটারির সাহায্যে 82 কিমি রেঞ্জ পেয়ে যাবেন। তবে দুটি ব্যাটারি একত্রে ব্যবহার করলে গাড়ির রেঞ্জ পৌঁছে যায় 122 কিমি!

Advertisements

সর্বোচ্চ 42 কিমি গতিতে ছুটতে সক্ষম Hero Electric Optima CX। ই-স্কুটারের মোট ওজন 72.5 কেজি। মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই সেটি সম্পূর্নরুপে চার্জ হয়ে যায়। সর্বোচ্চ 1200 Watt শক্তি উৎপন্ন করতে সক্ষম স্কুটারটি। 67,329 টাকার (এক্স-শোরুম দাম) প্রারম্ভিক মূল্যের সাথে বাজারে বিক্রি হচ্ছে স্কুটারটি।বাজার গরম করতে এলো Hero-র দুর্দান্ত স্কুটার, থাকছে 122 কিমি রেঞ্জ সহ ঝাক্কাস ফিচারস

Hero Electric Optima CX স্কুটারটির সামনের দিকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। নিরাপত্তার জন্য Hero Electric Optima CX- এর উভয় চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। টপ ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম রয়েছে 1.30 লক্ষ টাকা। সম্মিলিত ব্রেকিং সিস্টেম সমেত স্কুটারটিকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে।

বাজার গরম করতে এলো Hero-র দুর্দান্ত স্কুটার, থাকছে 122 কিমি রেঞ্জ সহ ঝাক্কাস ফিচারস

140 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সমেত দ্রুত গতির স্কুটারটি যা খারাপ রাস্তাতেও হাই-পারফরম্যান্স দেয়। ওডোমিটার, ডিজিটাল টাচ স্ক্রিন ডিসপ্লে সহ আসে Hero Electric Optima CX। বাজারে এই স্কুটারটি টক্কর দেয় TVS X EV, LML Star, Gleev Motors Protos, Suzuki Burgman Electric এবং Honda PCX Electric এর সাথে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.