Read In
Whatsapp

পাত্তা পাবেনা Punch, Maruti Suzuki-র এই গাড়ির সামনে সবাই নস্যি!

মারুতির নতুন গাড়ির ফিচারস দেখেল চমকে উঠবেন, দাম সাধ্যের মধ্যেই!

Advertisements

বিভিন্ন সেগমেন্টে দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় রয়েছে Maruti Suzuki। হ্যাচব্যাক থেকে micro-SUV এবং SUV, লো বাজেট সেগমেন্টের এই তিনটি বাজারে বড় অংশ ধরে রয়েছে Maruti Suzuki। Alto এবং Swift এই দুই গাড়িই বিক্রির রেকর্ড গড়েছে। আজ সেরকমই একটি গাড়ি সম্পর্কে বলতে চলেছি যার ডিজাইন, দাম এবং মাইলেজ টেক্কা দেবে Swift কেও। চলুন দেখে নেওয়া যাক কোন গাড়ির কথা বলছি। পাত্তা পাবেনা Punch, Maruti Suzuki-র এই গাড়ির সামনে সবাই নস্যি!

আজ আমরা এখানে Maruti Suzuki Celerio গাড়িটির কথা বলছি। নতুন ভার্সন Punch অথবা Exter এর মতো নতুন গাড়ির থেকেও বহুগুণ এগিয়ে। চলুন দেখে নেওয়া যাক গাড়িটিতে কী কী ফিচারস রয়েছে এবং দামই বা কত।

Advertisements

ইঞ্জিন: ডিজাইন থেকে শক্তি, সবই মজুদ রয়েছে এই গাড়িতে। হ্যাচব্যাক শ্রেণীতে Swift এর পরেই সর্বাধিক বিক্রীত গাড়ি Maruti Celerio। এখানে 998 সিসির ইঞ্জিন রয়েছে। সেটি 5500 rpm এ 65.71 bhp শক্তি এবং 3500 rpm এ 89 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম।পাত্তা পাবেনা Punch, Maruti Suzuki-র এই গাড়ির সামনে সবাই নস্যি!

মাইলেজ এবং ব্রেকিং : Celerio গাড়িটি মোট 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। প্রতি লিটারে মোট মাইলেজ পাবেন 26 কিমির। দুর্দান্ত মাইলেজের কারণে ভারতীয় পরিবারের কাছে গাড়িটি আদর্শ ফ্যামিলি কার হয়ে ওঠে। এখানে আধুনিক সমস্ত ফিচারস যেমন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ ইত্যাদি সমস্ত ফিচারসই সেখানে দেখতে পাওয়া যায়।

পাত্তা পাবেনা Punch, Maruti Suzuki-র এই গাড়ির সামনে সবাই নস্যি!

দাম : Celerio এর বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 6.76 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম পড়বে 7.63 লক্ষ টাকা।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.