TRENDS
Advertisement

34 কিমি মাইলেজ সহ এগুলোই দেশের সেরা গাড়ি, উৎসবের মরশুমে কেনার থাকলে দেখে নিন খুঁটিনাটি

মারুতি সুজুকি আজ দীর্ঘদিন ধরে ভারতের বাজারে উপস্থিত। চমৎকার ডিজাইন, শক্তির কারণে গাড়িগুলোর চাহিদাও প্রচুর। গ্রাহকদের কাছে জনপ্রিয় হওয়ার কিন্তু বড় কারণ মাইলেজ। মারুতি সুজুকি উৎসবের মরশুমে দারুণ অফারও নিয়ে…

Published By: Ritwik | Published On:

মারুতি সুজুকি আজ দীর্ঘদিন ধরে ভারতের বাজারে উপস্থিত। চমৎকার ডিজাইন, শক্তির কারণে গাড়িগুলোর চাহিদাও প্রচুর। গ্রাহকদের কাছে জনপ্রিয় হওয়ার কিন্তু বড় কারণ মাইলেজ। মারুতি সুজুকি উৎসবের মরশুমে দারুণ অফারও নিয়ে এসেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে, এন্ট্রি লেভেল এবং সস্তায় দারুণ মাইলেজের গাড়ি কিনতে পারেন আপনি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

মারুতি অল্টো K10: 34 কিমি মাইলেজ সহ এগুলোই দেশের সেরা গাড়ি, উৎসবের মরশুমে কেনার থাকলে দেখে নিন খুঁটিনাটি
পেট্রোল ভেরিয়েন্ট: 24.39 কিমি
ডিজেল ভেরিয়েন্ট: 24.90 কিমি
CNG ভেরিয়েন্ট: 33.85 কিমি প্রতি কেজি

মারুতি ওয়াগন আর: 34 কিমি মাইলেজ সহ এগুলোই দেশের সেরা গাড়ি, উৎসবের মরশুমে কেনার থাকলে দেখে নিন খুঁটিনাটি 
পেট্রোল AMT ভেরিয়েন্ট: 25.19 কিমি
পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্ট: 24.35 কিমি
CNG ভেরিয়েন্ট: 34.05 কিমি প্রতি কেজি

মারুতি সুইফট:  34 কিমি মাইলেজ সহ এগুলোই দেশের সেরা গাড়ি, উৎসবের মরশুমে কেনার থাকলে দেখে নিন খুঁটিনাটি  
পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্ট: 23.20 কিমি
পেট্রোল AMT ভেরিয়েন্ট: 23.76 কিমি
সিএনজি ভেরিয়েন্ট: 30.90 কিমি প্রতি কেজি

এই গাড়িগুলি কেবলমাত্র ভাল মাইলেজই দেয় না বরং দামের সাপেক্ষে জন্য দুর্দান্ত পারফরম্যান্স দেয়। Maruti Alto K10, Maruti Wagon R, এবং Maruti Swift গাড়ি মাইলেজ, নির্ভরযোগ্যতার কারণে গ্রাহকদের মধ্যে পছন্দের।

About Author