TRENDS
Advertisement

KTM এবং Royal Enfield-র বাজার দখল করতে আসছে Triumph Scrambler 400X, এইদিন বাজারে লঞ্চ হচ্ছে নতুন বাইকটি

Triumph Speed 400 এর পর এবার আসছে Scrambler 400X, দাম কত থাকবে দেখে নিন

Published By: Ritwik | Published On:

Bajaj এর সাথে হাত মিলিয়ে ভালই বাজার করেছে Triumph। কিছুদিন আগেই বাজারে লঞ্চ হয়েছে Speed 400। এবার বাইকটির Scrambler ভার্সন লঞ্চ হওয়ার পালা। Speed 400 বাইকের চাহিদা বেশ রয়েছে এবার বাজারে ঝড় তুলতে আসছে Scrambler 400। তাই চলুন বাইকটি কেমন দেখে নেওয়া যাক।KTM এবং Royal Enfield-র বাজার দখল করতে আসছে Triumph Scrambler 400X, এইদিন বাজারে লঞ্চ হচ্ছে নতুন বাইকটি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Powertrain
Triumph Scrambler 400X বেশ শক্তিশালী ইঞ্জিনের সাথে আসছে। যদিও Speed 400 এর থেকে খুব বেশি আলাদা হবেনা সেটি। কিন্তু অপেক্ষাকৃত বেশি শক্তি উৎপন্ন করবে 400X। আগের ভার্সনের মতোই 398 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন থাকবে।

ইঞ্জিনটি মোট 40 bhp শক্তি এবং সেইসাথে 37.5 Nm টর্ক উৎপন্ন করবে। 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে এই ইঞ্জিন। অর্থাৎ এটা বেশ স্পষ্ট যে ইঞ্জিন সরাসরি প্রতিযোগিতা জানাবে KTM 390 Adventure এবং আসন্ন Himalayan 452 কে।

KTM এবং Royal Enfield-র বাজার দখল করতে আসছে Triumph Scrambler 400X, এইদিন বাজারে লঞ্চ হচ্ছে নতুন বাইকটি

ডিজাইন
Scrambler 400X মোট 2,177 মিলিমিটার লম্বা, 825 মিলিমিটার চওড়া এবং 835 মিলিমিটার উচ্চতার সিটের সাথে আসে। 1,418 মিলিমিটার লম্বা হুইলবেস এবং 195 মিলিমিটার এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফ-রোডিংয়ে বিশেষ সাহায্য করবে। Scrambler এর লুক এবং ডিজাইন গ্রাহকদের বেশ পছন্দ হয়েছে।

KTM এবং Royal Enfield-র বাজার দখল করতে আসছে Triumph Scrambler 400X, এইদিন বাজারে লঞ্চ হচ্ছে নতুন বাইকটি

উল্লেখ্য, ট্রায়াম্ফ তাদের স্পিড 400 গাড়ির দাম জানালেও Scrambler ভার্সনের দাম এখনো ঘোষণা করেনি। উল্লেখ্য, Speed 400 এর দাম রয়েছে 2.33 লক্ষ টাকা (Ex showroom)। অবশ্য আগে লঞ্চ করলেও সেপ্টেম্বর মাস থেকে সেটির ডেলিভারি শুরু হয়েছে। Scrambler 400X গাড়িটি অক্টোবর মাসে পুজোর আগে লঞ্চ হতে পারে। উল্লেখ্য, Scrambler 400X এর দাম থাকতে পারে 3.20 লক্ষ টাকা।

About Author