Read In
Whatsapp

চাহিদা এত বেশি যে বন্ধ হলো Toyota এর এই গাড়ির বুকিং! জানেন কোন মডেলের কথা হচ্ছে?

নতুন Toyota গাড়ির বুকিং ছাপিয়ে গেল প্রত্যাশা, CNG ভেরিয়েন্টের বুকিং বন্ধ করল কোম্পানি

Advertisements

দীর্ঘ সময় পর লো বাজেট সেগমেন্টে ভালো মানের গাড়ি নিয়ে এসেছে Toyota। Maruti Suzuki এর Ertiga প্ল্যাটফর্মে ওপর ভিত্তি করে তৈরি হয়েছে নতুন Rumion। আর কম সময়ের মধ্যেই রেকর্ড সংখ্যক Toyota Rumion বুকিং হয়। বর্তমানে এমন হয়েছে যে, Toyota তাদের Rumion এর জন্য বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে। চাহিদা এত বেশি যে বন্ধ হলো Toyota এর এই গাড়ির বুকিং! জানেন কোন মডেলের কথা হচ্ছে?

চাহিদা এত বেশি যে বন্ধ হলো Toyota এর এই গাড়ির বুকিং! জানেন কোন মডেলের কথা হচ্ছে?
ছবিঃ প্রতীকী

লো বাজেট সেগমেন্টে Toyota Rumion একটি দুর্দান্ত গাড়ি। যদিও এটি Ertiga এর রিব্যাজ সংস্করণ তারপরেও মানুষ Toyota এর ওপর ভরসা করে গাড়িটি কিনতে লাইন দিচ্ছেন। তবে এখানে জানিয়ে রাখা ভালো যে, Rumion গাড়িটির CNG ভার্সন কিনতেই সবচেয়ে ভিড় লেগেছে।

Advertisements

বর্তমানে Toyota Rumion CNG এর বুকিং বন্ধ করে দিয়েছে কোম্পানি। MPV গাড়িটি বেশ ভালই সাড়া ফেলে। যদিও কতগুলো গাড়ির বুকিং হয়েছে তা এখনো জানা যায়নি। Toyota নিজেদের অফিশিয়াল বয়ানে জানিয়েছে যে, তারা শীঘ্রই আবারো বুকিং শুরু করবে। আসলে Toyota Rumion যে দামে লঞ্চ হয়েছে, অর্থাৎ 10.29 লক্ষ টাকায় গাড়িটি দুর্দান্ত ফিচারস নিয়ে আসে।
চাহিদা এত বেশি যে বন্ধ হলো Toyota এর এই গাড়ির বুকিং! জানেন কোন মডেলের কথা হচ্ছে?

টয়োটা তাদের রুমিয়ন গাড়ির ওপর 3 বছর অথবা 1,00,000 কিলোমিটারের একটি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি অফার করে। আপনি চাইলে তা বাড়িয়ে 5 বছর/2,20,000 কিলোমিটার পর্যন্ত করতে পারেন। উল্লেখ্য যে, Toyota Rumion বাজারে Ertiga সহ Kia Carens, Maruti Suzuki XL6 এর মতো গাড়িকেও দারুণ প্রতিযোগিতায় ফেলবে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.