গাড়ি পুরনো হয়ে গেলে তার দাম অনেকখানি কমে যায়। কিন্তু নীচে কতকগুলো গাড়ির সম্পর্কে আপনাদের জানাবো যেগুলো পুরনো হলেও মোটা অংকে বিক্রি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন গাড়ির কথা হচ্ছে এখানে।
1) Toyota Innova 
Innova গাড়িটির সেকেন্ড হ্যান্ড বাজারে বেশ ভালো দাম পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, কয়েক লক্ষ কিমি চালানোর পরেও গাড়ির দাম কিন্তু পড়েনি। তাই এটি একটি ভালো অপশন।
2) Toyota Fortuner 
Fortuner গাড়ি নিয়ে নতুন করে বলার কিছু নেই। বহুল জনপ্রিয় গাড়িটি যেমন অফরোডে দারুণ তেমনই শহরের রাস্তায় পারফরম্যান্সের ক্ষেত্রেও এটির জুড়ি নেই। Resale মার্কেটও তাই বেশ মোটা অংকেই বিক্রি হয়ে Fortuner।
3) Ford Endeavour 
Ford ভারত ছাড়ার পর সবচেয়ে বেশি আঘাত পান Endeavour প্রেমীরা। আইকনিক SUV টির দারুণ চাহিদা রয়েছে বাজারে। 2021 সালের Ford ভারত ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর Endeavour এর বাকি মডেল কিনতে লম্বা লাইন পড়ে যায়। Resale মার্কেটে এই গাড়িগুলো মোটা অংকে বিক্রি হতে থাকে।
4) Hyundai Creta 
বাজারে Hyundai Creta-এর একটি দারুণ Cult Fan Following রয়েছে। আর এই গাড়িটি তাই বেশ মোটা অংকে বিক্রি হয়।
5) Honda City 
সেডান ক্যাটাগরিতে Honda City অত্যন্ত নির্ভরযোগ্য একটি গাড়ি। প্রিমিয়াম পণ্য হিসাবে বিবেচিত হয় Honda City। বিলাসবহুল আরাম এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে Honda City গাড়িটি বেশ মোটা অংকে বিক্রি হয়।
6) Maruti Suzuki Swift Dzire 
Maruti এর প্রতিটি গাড়িই সেকেন্ড হ্যান্ড মার্কেটে দারুণ বিক্রি হয়। নির্ভরযোগ্য এবং রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ার কারণে Resale করার সময় ভালই টাকা পাবেন আপনি।
7) Mahindra Scorpio Classic 
Scorpio গাড়িটির জনপ্রিয়তা বিপুল। Scorpio N লঞ্চ করেছে Mahindra। কিন্তু তাতেও পরোয়া নেই। বাজারে বেশ চাহিদা রয়েছে Mahindra Scorpio Classic এর। গ্রাহকদের চাহিদার কারনে Second Hand বাজারেও দারুণ বিক্রি হয় গাড়িটি।







