Read In
Whatsapp

Creta নাকি Grand Vitara, কোন গাড়ি কিনবেন, পার্থক্য দেখে বুঝে নিন 

18 লাখের বাজেটে কোন গাড়িটি কিনবেন দেখে নিন 

Advertisements

ভারতে ধীরে ধীরে বিক্রি বাড়ছে SUV জাতীয় গাড়ি গুলোর। সেলসের রেকর্ড জানাচ্ছে মোট যাত্রীবাহী গাড়ির 50% এরও বেশি গাড়ি শুধু SUV সেগমেন্টেই বিক্রি হয়েছে। আর সেজন্য কোম্পানি গুলোও নতুন নতুন SUV নিয়ে হাজির হচ্ছে। এক্ষেত্রে দুটি বিখ্যাত গাড়ি Maruti Suzuki Grand Vitara এবং Hyundai Creta বিখ্যাত দুটি গাড়ি। কিন্তু আপনি নেবেন কোনটি?  Creta নাকি Grand Vitara, কোন গাড়ি কিনবেন, পার্থক্য দেখে বুঝে নিন 

গ্র্যান্ড ভিটারা গাড়িটির শক্তিশালী FWD এবং AWD কনফিগারেশনের কারণে স্থিতিশীল হাই পারফরম্যান্স রাইড এবং লিনিয়ার পাওয়ার ডেলিভারির প্রতিশ্রুতি দেয়। আবার হুন্ডাই ক্রেটা পারফরম্যান্স এবং বিলাসবহুল আরাম, এই দুইয়ের মিশ্রণের সাথে আসে।  পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের সাথে সাথে অত্যাধুনিক ফিচারস সহ বাজারে এসেছে। 

Advertisements

Maruti Suzuki Grand Vitara Alpha AT DT Creta নাকি Grand Vitara, কোন গাড়ি কিনবেন, পার্থক্য দেখে বুঝে নিন 
পারফরম্যান্স প্রেমীদের জন্য দুর্দান্ত পছন্দের ভেরিয়েন্ট Grand Vitara Alpha AT DT। FWD ড্রাইভের ধরণ এবং স্থিতিশীল উচ্চ-গতির রাইড এবং একটি লিনিয়ার পাওয়ার ডেলিভারি দেয়। সাথে যারা টেক পছন্দ করেন তাদের জন্যও একগুচ্ছ ফিচারস অফার করে maruti Suzuki এর গাড়িটি। AWD এর অতিরিক্ত সুবিধা সহ, বিভিন্ন স্থানে আরও ভাল ট্র্যাকশন কন্ট্রোলের সাথে আসে।  

Hyundai Creta SX Opt IVTCreta নাকি Grand Vitara, কোন গাড়ি কিনবেন, পার্থক্য দেখে বুঝে নিন 
শক্তিশালী CVT ট্রান্সমিশনের সাথে আসে Creta SX Opt IVT। দারুণ শক্তিশালী এবং উন্নত টর্কের সাথে দমদার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। পারিবারিক গাড়ির ক্ষেত্রেও Creta বেশ দারুণ গাড়ি রূপে প্রতিপন্ন হয়। Kia Seltos এবং MG Astor-এর সাথে Creta- বেশ দারুণ ফিচারস অফার করে। 18 লাখের বাজেটে সেরা গাড়ির একটি Creta। 

নিচে সম্পূর্ন ফিচারসের তালিকা দেখে নিন

FeaturesHyundai Creta SX Opt DieselMaruti Suzuki Grand Vitara Alpha AWD DTHyundai Creta SX Opt Knight IVT
Cylinders Number444
Acceleration (0-60 km/h)ModerateModerateModerate
AgilityModerateModerateModerate
Audio System (Brand)BoseArkamysBose
Body RollMinimalModerateMinimal
Drive Type (AWD/RWD/FWD/4WD)FWDAWDFWD
Engine – displacement (cc)149314621497
Engine – Fuel typeDieselPetrolPetrol
Engine – power (BHP)113.45101.64113.18
Engine – Torque (Nm)250136.8143.8
Ground clearance (mm)ModerateModerateModerate
High-Speed StabilityStableStableStable
Power deliveryLinearLinearLinear
Power SteeringYesYesYes
Top Speed (km/h)190180190
Transmission – # of gears656
Transmission – Auto TypeNoneNoneCVT
Turbo lagMinimalNot RelevantMinimal

 

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.