Renault Kwid গাড়িটি মারুতি সুজুকির দুই বিখ্যাত Alto K10 এবং Wagon R এর সাথে প্রতিযোগিতায় রয়েছে। শক্তিশালী ইঞ্জিন থেকে শুরু করে দারুণ মাইলেজ এবং ডিজাইনও দারুণ! নতুন Kwid গাড়িটিকে নতুনভাবে নিয়ে এসে এন্ট্রি সেগমেন্টে বড় ঝড় তুলেছে। চলুন কেমন হয়েছে গাড়িটি দেখে নেওয়া যাক।
ইঞ্জিন এবং মাইলেজ : রেনল্ট কুইড গাড়িতে রয়েছে 999 সিসির 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন। সেখান থেকে গাড়িটি মোট 67.06 Bhp শক্তি এবং 72Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। রেনল্ট কুইড গাড়িতে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয়, দুই প্রকার ট্রান্সমিশনই দিয়েছে কোম্পানি। এছাড়া গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের সাথে 22.3 kmpl এর মাইলেজও পাওয়া যায়।
সুরক্ষা : যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD এর সাথে ABS এবং পিছনের পার্কিং সেন্সরের মত ফিচার।
ফিচারস : সুবিধার জন্য গাড়ির মধ্যে 8-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। অতিরিক্ত ফিচারের মধ্যে আপনি ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), হিল স্টার্ট অ্যাসিস্ট (HSA), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS) এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) ইত্যাদি। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লের সাপোর্টও পেয়ে যাবেন এখানে। আপাতত গাড়িটি বাজারে Maruti Alto K10-এর সাথে প্রতিযোগিতা করবে।
দাম : Renault Kwid গাড়িটির দাম মাত্র 4.70 লক্ষ টাকা থেকেই দাম শুরু হচ্ছে এবং সর্বোচ্চ দাম রয়েছে 6.33 লক্ষ টাকা। মোট 7 টি ভেরিয়েন্টে Kwid গাড়িটি বাজারে বিক্রি হয়েছে Renault।