Read In
Whatsapp

Honda Livo: TVS এবং Hero-কে জোর ঝটকা দিতে পুজোর আগেই ধাসু বাইক লঞ্চ করলো হোন্ডা, দাম কত?

শক্তিশালী ইঞ্জিনের সাথে বাজারে এল Honda Livo, দেখে নিন ফিচারস এবং দাম

Advertisements

সম্প্রতি Honda তাদের SP সিরিজের নতুন Successor SP 160 লঞ্চ করেছে বাজারে। যে ফিচার্স এবং দামের সাথে বাইকটি বাজারে আসে তা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় TVS, Hero এবং Bajaj কে। এবার আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে Honda তাদের Livo গাড়িটিরও নতুন ভার্সন নিয়ে এসেছে। নতুন ভার্সনে Livo’র ইঞ্জিন আপডেট করা হয়েছে।Honda Livo: TVS এবং Hero-কে জোর ঝটকা দিতে পুজোর আগেই ধাসু বাইক লঞ্চ করলো হোন্ডা, দাম কত?

উৎসবের মরশুমের আগেই আরো একটি নতুন বাইক নিয়ে হাজির Honda Motors। নতুন এই বাইকটি অফসেট সিলিন্ডার এবং রোলার রকার আর্ম ব্যবহার করেছে। নতুন Livo গাড়িটি 10 বছরের ওয়ারেন্টির সাথে আসে, এখানে 3 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন যা 7 বছরের জন্য এক্সটেন্ড করতে পারবেন আপনি। চলুন দেখে নেওয়া যাক কী কী ফিচারস রয়েছে এই বাইকে।

Advertisements

ইঞ্জিন : Honda Livo বাইকে কোম্পানি নতুন OBD2 কমপ্লায়েন্ট 109 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করেছে। আর এই ইঞ্জিনটি মোট 8.67bhp শক্তি এবং 9.30Nm টর্ক জেনারেট করতে সক্ষম।Honda Livo: TVS এবং Hero-কে জোর ঝটকা দিতে পুজোর আগেই ধাসু বাইক লঞ্চ করলো হোন্ডা, দাম কত?

প্রযুক্তি : লিভো বাইকে আপনি ফুয়েল ইনজেকশন ও সাইলেন্ট স্টার্ট প্রযুক্তির সুবিধা পেয়ে যাবেন। ফলে বাইক স্টার্ট করার সময় গাড়িটি প্রায় শব্দ করেনা বললেই চলে। হোন্ডা এক গাড়িটি লঞ্চ করার সময় তাদের বক্তব্যে জানায় যে, প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন (PGM-FI) প্রযুক্তি মোটরসাইকেলের পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি এর মাইলেজও বাড়িয়ে দেয় অনেকখানি।

সাসপেনশন এবং ব্রেকিং : Livo বাইকে 4-গতির ট্রান্সমিশন গিয়ারবক্স রয়েছে। বাইকে 18-ইঞ্চির অ্যালয় হুইল থাকছে। এটি সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল স্প্রিং সাসপেনশন দ্বারা সজ্জিত। উভয় চাকাই স্ট্যান্ডার্ড হিসাবে ড্রাম ব্রেকের সাথে আসে, কিন্তু আপনি হাই ভেরিয়েন্ট কিনলে সেখানে ডিস্ক ব্রেকের সুবিধা দেখতে পাবেন।Honda Livo: TVS এবং Hero-কে জোর ঝটকা দিতে পুজোর আগেই ধাসু বাইক লঞ্চ করলো হোন্ডা, দাম কত?

ফিচারস : গাড়িটি যে সেগমেন্টে আসে সেই তুলনায় অনেক বেশি ফিচারস রয়েছে এই গাড়িতে। সেখানে ইন্টিগ্রেটেড ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ, ডিসি হেডল্যাম্প, কম্বাইন্ড-ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার থাকছে। এখানে উল্লেখ্য যে , গাড়িটির ডিজাইন অনেকাংশে একই রয়েছে। তবে নতুন ভার্সনে ফুয়েল ট্যাঙ্ক এবং হেডল্যাম্পের ওপর আপডেটেড গ্রাফিক্স দিয়েছে Honda Motors।

Honda Livo: TVS এবং Hero-কে জোর ঝটকা দিতে পুজোর আগেই ধাসু বাইক লঞ্চ করলো হোন্ডা, দাম কত?
source : Automobilians

গাড়িটির দাম কত : ড্রাম ব্রেক ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম রয়েছে 78,500 টাক। ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম পড়বে 82,500 টাকা। এই দামে গাড়িটি বাজারে TVS Sport, Hero Splendor এবং Hero Passion Xtech এর মত বাইকগুলির সাথে জোর টক্কর দেবে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.