বিলাসবহুল গাড়ির নাম করলে সবার আগে নাম আসবে Rolls Royce এর। বিশ্বজুড়ে অধিকাংশ সেলিব্রিটিরা রোলস রয়েসের গাড়ি চড়তে বেশি পছন্দ করেন। সম্প্রতি বিশ্বখ্যাত কোম্পানি তাদের নতুন গাড়ির পর্দাফাঁস করেছে ভারতের বাজারে। একদম নব অবতারে গাড়িটি এসেছে ভারতের বাজারে।
রোলস রয়েস তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে ভারতে। আর এই গাড়িটির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। নতুন Rolls Royce গাড়ির নাম Spectre। আর এই Spectre কিনতে হলে আপনাকে খরচ করতে হবে 7.5 কোটি টাকা। তাহলে গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে জানাই চলুন।
Rolls Royce Spectre গাড়ির দাম যেমন বেশি তেমনই সেখানে রয়েছে বড় আকারের 102kWh এর ব্যাটারি প্যাক। একবার ফুল চার্জে সেটি 530 কিমি ছুটতে সক্ষম। ভারতে খুব কম গাড়িতেই এর শক্তিশালী ব্যাটারি প্যাক রয়েছে। চার্জিং নিয়েও সমস্যা নেই। Spectre মাত্র 34 মিনিটে 10 থেকে 80% চার্জ হয়ে যায়। এছাড়া 50kW DC চার্জিংয়ের সাহায্যে মাত্র 95 মিনিটেই সেটি ফুল চার্জ হয়ে যায়।
Rolls Royce Spectre গাড়িতে রয়েছে দুটি ইলেকট্রিক মোটর। এই মোটরের সাহায্যে গাড়িটি মোট 585 hp শক্তি এবং 900 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিন এতটাই শক্তিশালী যে, মাত্র 4.5 সেকেন্ডেই Spectre শুন্য থেকে 100 kmph গতিতে পৌঁছে যায়।
Rolls Royce এর নতুন Spectre অন্যান্য গাড়ির মতো একই কাঠামো অনুসরণ করে তৈরী হয়েছে। অন্যান্য গাড়ির তুলনায় 30% বেশি শক্তিশালী Spectre। রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম এবং বিলাসবহুল কেবিন। দারুণ কমফোর্ট রাখা হয়েছে গাড়িতে। প্রিমিয়াম কোয়ালিটি সিট থেকে সানরুফ এবং 23 ইঞ্চি চাকা।
ভরে ভরে ফিচারস রয়েছে Rolls Royce Spectre-এ। উল্লেখ্য এটাই ভারতের সবথেকে দামী ইলেকট্রিক গাড়ি। কূপ ডিজাইনের সাথে গাড়িতে কেবল দুটিই দরজা রয়েছে। আর এই গাড়ি কিনতে গ্রাহকদের খরচ হবে মোট 7.50 কোটি টাকা।