Read In
Whatsapp

নতুন বছরে তিনটি নতুন দুই চাকা নিয়ে আসছে TVS, থাকছে বৈদ্যুতিক দুই চাকাও

2023 ভালই কেটেছে। নতুন 2024 সালও বাইক এবং স্কুটারের জন্য বেশ চমকপ্রদ হতে চলেছে। শীঘ্রই নতুন ভার্সনে আসবে বিভিন্ন স্কুটার এবং বাইক। আগেভাগেই বাজার ধরতে তিন তিনখানা টু হুইলার লঞ্চ…

Advertisements

2023 ভালই কেটেছে। নতুন 2024 সালও বাইক এবং স্কুটারের জন্য বেশ চমকপ্রদ হতে চলেছে। শীঘ্রই নতুন ভার্সনে আসবে বিভিন্ন স্কুটার এবং বাইক। আগেভাগেই বাজার ধরতে তিন তিনখানা টু হুইলার লঞ্চ করতে চলেছে TVS। থাকছে নতুন স্কুটার সহ দুইখানা বাইক। চলুন নজর দেওয়া যাক আসন্ন বছরে TVS এর নতুন পণ্যের তালিকায়।

TVS iQube ST নতুন বছরে তিনটি নতুন দুই চাকা নিয়ে আসছে TVS, থাকছে বৈদ্যুতিক দুই চাকাও
ইলেকট্রিক স্কুটারের বাজার যে বাড়তে চলেছে সেই নিয়ে আর নতুন করে বলার দরকার নেই। স্বাভাবিক ভাবেই এই সেগমেন্টে নতুন প্রোডাক্ট নিয়ে আসছে TVS। বাইকটি এর আগেই লঞ্চ হলেও এবার সেটির টপ স্পেক ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। নতুন স্কুটারে 82 kmph গতি পাওয়া যাবে। সেইসাথে থাকবে 4.56 kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা দীর্ঘ মাইলেজ দেবে।

Advertisements

TVS Cruiser 
নতুন বছরে নয়া ক্রুজার দেখা যাবে। রেট্রো ক্লাসিক ক্রুজার যাদের পছন্দের তাদের জন্য আইডিয়াল হতে পারে বাইকটি। উল্লেখ্য যে, আসন্ন বাইকটি TVS এর Ronin 225 এর ওপর ভিত্তি করে তৈরি হতে পারে। নতুন বাইকটির নাম হতে পারে Zeppelin। এখানেও একই 225 সিসির ইঞ্জিন থাকতে পারে।

নতুন বছরে তিনটি নতুন দুই চাকা নিয়ে আসছে TVS, থাকছে বৈদ্যুতিক দুই চাকাও

নতুন TVS অ্যাডভেঞ্চার বাইক
প্রায় সমস্ত সেগমেন্টে হাজির থাকলেও অ্যাডভেঞ্চার শ্রেণীতে কোনো বাইক নেই TVS এর। তবে 2024 সালে বড় চমক থাকতে পারে। 313 সিসির ইঞ্জিন সমেত বাজারে আসতে পারে নতুন ডিজাইনের ক্রুজার বাইক। এটি Royal Enfield, Triumph ইত্যাদির সাথে লড়াই করবে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.