Read In
Whatsapp

লুক ও ইঞ্জিনেই বাজিমাত! রইল বাজারের সেরা ৫ SUV-র খোঁজ

বছর শেষে গাড়ি কিনতে চান? রইল ভারতীয় বাজারের সেরা ৫ টি SUV-র খোঁজ

Advertisements

বছর শেষে একটার পর একটা ধামাকা অফার দিচ্ছে দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। আসলে কোম্পানিগুলি তাদের পুরনো স্টককে ক্লিয়ার করার জন্য তাদের জনপ্রিয় কিছু গাড়ির উপর দুর্দান্ত ছাড় দিচ্ছে। এমতাবস্থায় আপনিও যদি কোনও SUV কেনার কথা ভাবছেন এবং দ্বন্দ্বে পড়ে আছেন যে কোন গাড়ি কিনবেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। আজ রইল দেশের কিছু সেরা SUV-র খোঁজ।

Hyundai Venue : হল ভারতের বিশিষ্ট সাব-কম্প্যাক্ট SUVগুলির মধ্যে একটি। গাড়িটিতে পেয়ে যাবেন একটি দূর্দান্ত কেবিন। ইঞ্জিনের কথা বললে এতে রয়েছে 1.2-লিটার NA পেট্রোল ইঞ্জিন, একটি 1.0-লিটার টার্বো-পেট্রোল এবং একটি 1.5-লিটার ডিজেল ইঞ্জিন। এটির প্রারম্ভিক মূল্য প্রায় 7.89 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Advertisements

Tata Nexon : এই গাড়িটি 1.2-লিটার টার্বো-পেট্রোল এবং 1.5-লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত। এছাড়াও গাড়িটি একাধিক উন্নতমানের ফিচার্সে ঠাসা। সম্প্রতি একটি ফেসলিফ্ট লঞ্চ হয়েছে যার প্রারম্ভিক মূল্য 8.10 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki Brezza : ভারতে 8.29 লাখ রুপি (এক্স-শোরুম) এই SUV 1.5-লিটার K-Series ইঞ্জিন সহ আসে। এতে রয়েছে একটি 360-ডিগ্রি ক্যামেরা, HUD, ওয়্যারলেস চার্জার এবং আরও অনেক ফিচার্স।

Honda Elevate : সদ্য লঞ্চ হওয়া এই SUV হল তার সেগমেন্টে সেরা গাড়ির মধ্যে একটি। দূর্দান্ত ফিচার্সের এই গাড়িটির প্রারম্ভিক মূল্য প্রায় 11 লক্ষ টাকা (এক্স শোরুম)।

Kia Sonet : আপডেটেড এক্সটেরিয়র ADAS, ভয়েস কমান্ড ইত্যাদির মত অত্যাধুনিক ফিচার্সে ঠাসা এই গাড়ি। ব্র্যান্ডটি যদিও এখনও এই SUV-এর দাম ঘোষণা করেনি। তবে গাড়ি বিশেষজ্ঞদের ধারণা এই নয়া ফেসলিফ্টের দাম হতে পারে 8 লক্ষ টাকার আসেপাশে।

Nissan Magnite : বোনাস পরামর্শ হিসাবে, আমাদের কাছে রয়েছে নিসান ম্যাগনাইট। এটি একটি 1.0-লিটার এনএ পেট্রোল ইঞ্জিন সহ 1.0-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিনের বিকল্পের সাথে আসে। এই SUV হল সেগমেন্টের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের একটি গাড়ি যার প্রারম্ভিক মূল্য 6 লক্ষ টাকা (এক্স-শোরুম)৷

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.