Read In
Whatsapp

Mahindra XUV 400 এবং Kona Electric এ থাকছে বিরাট ছাড়, এখন কিনলে ফায়দা পাবেন 4.2 লক্ষ টাকার

বছরের শেষে বড় ছাড় মিলছে বিভিন্ন গাড়ির ওপর। কয়েকদিন আগেই XUV 400 এর ওপর বড় অফারের ঘোষণা করে Mahindra। এরপর খবর আসছে Hyundai এর Kona EV তেও বড় ছাড় পাওয়া…

Advertisements

বছরের শেষে বড় ছাড় মিলছে বিভিন্ন গাড়ির ওপর। কয়েকদিন আগেই XUV 400 এর ওপর বড় অফারের ঘোষণা করে Mahindra। এরপর খবর আসছে Hyundai এর Kona EV তেও বড় ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া আরো কয়েকটি বৈদ্যুতিক গাড়ির ওপরেও ছাড় পাওয়া যাচ্ছে। আরো কয়েকটি বৈদ্যুতিক গাড়ির ওপরেও ছাড় রয়েছে ভালো পরিমাণে। Mahindra XUV 400 এবং Kona Electric এ থাকছে বিরাট ছাড়, এখন কিনলে ফায়দা পাবেন 4.2 লক্ষ টাকার

MG Comet এবং Zs EV তে 65 হাজার টাকা এবং 1 লক্ষ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। যদিও Tata Tiago EV এবং Hyundai এর Ioniq5 গাড়িতে কোনো ছাড় না থাকলেও XUV 400 এবং Kona Electric গাড়িতে বিরাট ছাড়ের সুবিধা পাওয়া যায়।

Advertisements

Mahindra XUV400 EV Mahindra XUV 400 এবং Kona Electric এ থাকছে বিরাট ছাড়, এখন কিনলে ফায়দা পাবেন 4.2 লক্ষ টাকার
Mahindra XUV400 EV তে বেশ শক্তিশালী SUV। সেখানে দুটি ব্যাটারি বিকল্প রয়েছে, এগুলো হলো 34.5 kWh এবং 39.4 kWh। 15.99 লক্ষ টাকা এক্স-শোরুম দামের সাথে আসে গাড়িটি। একবার সম্পূর্ণ চার্জে 456 কিমি মাইলেজ পাওয়া যায় সেখানে। XUV 400 এর টপ মডেলের এক্স-শোরুম দাম রয়েছে 19.39 লক্ষ টাকা। 50 কিলোওয়াট DC Fast চার্জার দিয়ে মাত্র 50 মিনিটেই গাড়িটি 80% চার্জ হয়ে যায়। Mahindra এই গাড়িতে 4.2 লক্ষ টাকার ছাড় পাওয়া যায়।

Hyundai Kona Electric Mahindra XUV 400 এবং Kona Electric এ থাকছে বিরাট ছাড়, এখন কিনলে ফায়দা পাবেন 4.2 লক্ষ টাকার
হুন্ডাই কোনা একটি স্মার্ট এবং দক্ষ রাইড দিতে সক্ষম। গাড়িটি সম্পূর্ণ চার্জে 452 কিমি পর্যন্ত চলে। গাড়িকে শক্তি যোগাচ্ছে 39.2 kWh এর ব্যাটারি প্যাক। গাড়িটি 136 PS শক্তি এবং 395 Nm টর্ক জেনারেট করে। বেস মডেলের দাম শুরু হচ্ছে 23.84 লক্ষ টাকা থেকে। মাত্র 57 মিনিটে গাড়িটি ফুল চার্জ হয়। এই গাড়িতে Hyundai 3 লক্ষ টাকার ডিসকাউন্ট দিয়েছে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.