ইলেক্ট্রিক স্কুটারের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন ক্ষেত্রে নানান মানুষ যাতায়াতের জন্য বেছে নিচ্ছেন বৈদ্যুতিক স্কুটারকে। বিরাট বড় বাজার হওয়ার কারণে আজ গ্রাহকদের কাছে নানান অপশন রয়েছে। তবে আজ আমরা আপনাদের হিরো ইলেকট্রিক ফোটন স্কুটার সম্পর্কে বলতে চলেছি। বেশ সস্তায় এই স্কুটার আপনার হতে পারে। 
Hero photon স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জে 108 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। সর্বোচ্চ 45 কিলোমিটার প্রতি ঘণ্টা গতির সাথে ছুটতে পারে photon স্কুটারটি। সেটির মোট ওজন 87 কেজি। হাল্কা হওয়ার কারণে গাড়িটিকে নিয়ন্ত্রণ করা বেশ সহজ হয়ে পড়ে। স্কুটারটি মাত্র পাঁচ ঘণ্টাতেই সম্পূর্ণ চার্জও হয়ে যায়। 
আপনাদের জানিয়ে রাখি যে, স্কুটারটিতে একটি 1200 ওয়াট পাওয়ার মোটর রয়েছে। যা সর্বোচ্চ 1800 ওয়াট শক্তি সরবরাহ করে। ফোটনের একটি ভেরিয়েন্ট এবং তিনটি রঙের বিকল্প রয়েছে। স্কুটারটি বাজারে 1.1 লক্ষ টাকার এক্স-শোরুম দামের সাথে পাওয়া যাচ্ছে। নিরাপত্তার জন্য, স্কুটারের সামনে এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

ফোটনের কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম উভয় চাকা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আরামদায়ক ভ্রমণের জন্য স্কুটারটিতে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। হিরো ইলেকট্রিক ফোটনে সমস্ত উন্নত ফিচারস দেখতে পাবেন। টিভিএস আইকিউবের সাথে প্রতিযোগিতা করে এই স্কুটারটি।







