Read In
Whatsapp

বাজার কাঁপাতে আসছে Toyota Urban Cruiser Hyryder-এর CNG ভেরিয়েন্ট, পাবেন ফাটাফাটি মাইলেজ! দাম কত?

সদ্যই লঞ্চ হয়েছে ফ্যাক্টরি-ফিট করা সিএনজি কিট সহ, Toyota Urban Cruiser Hyryde। জেনে নিন দাম এবং ফিচার্স।

Advertisements

সেফটি, ফিচার্স, ইনফোটেনমেন্ট সহ একাধিক বিষয় ক্রেতাদের চাহিদায় থাকলেও চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় দাম এবং তার মেইনটেনেন্স খরচ। এই খরচ বাজেটের বাইরে হয়ে গেলে সমস্যা তো বটেই। আর চার চাকার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে জ্বালানির। যে কারণে আজকাল অনেকেই ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন। তবে বর্তমানে ইলেকট্রিক গাড়ির যা দাম তাতে সিঁদুরে মেঘ দেখছেন ক্রেতারা। তবে আজ এমন এক গাড়ির কথা বলব যা দামেও কম এবং মানেও ভালো।

ইতিমধ্যেই একাধিক গাড়ি লঞ্চ হয়েছে বাজারে। যারমধ্যে একটি হল টয়োটা কোম্পানি আরবান ক্রুজার হাইরাইডারের সিএনজি মডেল। আসল সাম্প্রতিক সময়ে সিএনজি-র চাহিদা বেশ ভালোই বেড়েছে। আর তাছাড়া Toyota Urban Cruiser Hyryder হল ভারতীয় বাজারের সবচেয়ে মিতব্যয়ী SUVগুলির মধ্যে একটি। আপাতত দুটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে গাড়িটি।

Advertisements

Toyota Hyryder CNG SUV-এর ইঞ্জিনের কথা বললে, এতে রয়েছে 1.5-লিটার কে-সিরিজ ইঞ্জিন। এই 1462 cc ইঞ্জিনটি 86.63bhp@5500rpm শক্তি এবং 121.5nm@4200rpm টর্ক জেনারেট করতে সক্ষম। এদিকে মাইলেজের কথা বললে, এটি মাইল্ড হাইব্রিড (ম্যানুয়াল) ভেরিয়েন্টে 21.12kmpl, অটোমেটিক ভেরিয়েন্টে 19.39kmpl মাইলেজ এবং CNG ভেরিয়েন্টে 27.97km/kg মাইলেজ দেয়।

বাজার কাঁপাতে আসছে Toyota Urban Cruiser Hyryder-এর CNG ভেরিয়েন্ট, পাবেন ফাটাফাটি মাইলেজ! দাম কত?

Toyota Hyryder CNG SUV-এর বৈশিষ্ট্য : অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট, ক্রুজ কন্ট্রোল, সামনে ও পিছনে USB চার্জার সহ একাধিক ফিচার্সে ঠাসা এই গাড়ি। এছাড়াও এতে রয়েছে LED হেডল্যাম্প, 6টি এয়ারব্যাগ, নয়-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, টয়োটা আই-কানেক্ট, অটো-ফোল্ডিং আউট রিয়ার ভিউ মিরর (ORVM’s), অটো-ডিমিং IRVM, ফিচার। যেমন Apple CarPlay, Android Auto সংযোগ__এর মত বৈশিষ্ট্য।

বাজার কাঁপাতে আসছে Toyota Urban Cruiser Hyryder-এর CNG ভেরিয়েন্ট, পাবেন ফাটাফাটি মাইলেজ! দাম কত?

উল্লেখ্য, Toyota Hyryder CNG SUV-তে, আপনি একটি ডবল ইঞ্জিন বিকল্প দেখতে পাবেন। SUV-র পিছনে একটি ফ্যাক্টরি-ফিট করা CNG কিট পাবেন, যা গাড়ির বুট স্টোরেজ ক্ষমতা অনেকটাই হ্রাস করে৷ এছাড়াও, সিএনজি ভেরিয়েন্টগুলিতে একটি ম্যানুয়াল গিয়ারবক্স সহ দেওয়া হচ্ছে। দামের কথা বললে, এখন বাজারে মোট দুটি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে__G এবং S। যার দাম যথাক্রমে 13.23 লক্ষ টাকা এবং 15.29 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.