Read In
Whatsapp

বুলেটপ্রেমীদের জন্য সুখবর! মাত্র 60 হাজার টাকাতেই পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350

নামমাত্র দামে নিয়ে যান রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। গ্রাহকদের জন্য রয়েছে বড় চমক।

Advertisements

দুনিয়ায় এমন কোনও মানুষ নেই যে লাইফে একবার ক্রুজার বাইক কিনতে চায়না। অনেকেই আছেন যারা ক্রুজার কিনতে চান কিন্তু বাজেট কম থাকার কারণে তাদের কাছে এইসব দিবাস্বপ্নের মত বিষয় হয়ে দাঁড়ায়। তবে আজ আমরা Royal Enfield Classic 350 সম্বন্ধিত এমন এক অফার নিয়ে এসেছি যা আপনার পকেটে খুব একটা প্রভাব ফেলবে না।বুলেটপ্রেমীদের জন্য সুখবর! মাত্র 60 হাজার টাকাতেই পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350

আজ আমরা Royal Enfield Classic 350-র কথা বলছি, যার দাম 1.93 লক্ষ টাকা থেকে 2.25 লক্ষ টাকা। তবে সবার পক্ষে এই বিপুল অঙ্কের টাকা খরচ করা সম্ভব হয়ে ওঠেনা। সম্প্রতি বিভিন্ন পোর্টাল ইউজড Royal Enfield Classic 350-র অপশন নিয়ে এসেছে। যা আপনি ১ লাখেরও কম টাকায় কিনতে পারবেন।

Advertisements

Used Royal Enfield Classic 350-এর এই অফারটি দিয়েছে OLX এর ওয়েবসাইটে‌। এখানে আপনি মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে বাইকটি কিনতে পারবেন। দিল্লির নম্বর প্লেট সহ ২০১২ এর একটি মডেল উপলব্ধ রয়েছে। এছাড়াও রয়্যাল এনফিল্ড-র আরও একটি অফার রয়েছে QUIKR ওয়েবসাইটে।বুলেটপ্রেমীদের জন্য সুখবর! মাত্র 60 হাজার টাকাতেই পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350

সেকেন্ড হ্যান্ড Royal Enfield Classic 350 এর এই দ্বিতীয় অফারটি QUIKR ওয়েবসাইট থেকে পাওয়া গেছে। দিল্লি রেজিস্ট্রার সহ এই ক্রুজার বাইকের একটি ২০১৪-র মডেল উপলব্ধ রয়েছেন ৷ বাইকটির মালিক এর দাম ৭৫ হাজার টাকা নির্ধারণ করেছেন। তবে এখানেই শেষ নয়। আরও একটি রয়্যাল এনফিল্ড উপলব্ধ রয়েছে গ্রাহকদের জন্য।

বুলেটপ্রেমীদের জন্য সুখবর! মাত্র 60 হাজার টাকাতেই পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350

Royal Enfield Classic 350 এর তৃতীয় অপশনটি হল ২০১৫ এর মডেল। বাইকটিতে একটি হরিয়ানার নম্বর প্লেট রয়েছে। এই বাইকটির দাম রাখা হয়েছে ৮৫ হাজার টাকা। এছাড়াও বাইকটির সাথে পাওয়া যাচ্ছে একটি ফাইন্যান্স প্ল্যানও। নামমাত্র দামে এই বাইকটি বিক্রি হচ্ছে BIKES4SALE ওয়েবসাইটে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.