Read In
Whatsapp

32 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, মারুতি সুজুকির লেটেস্ট গাড়ি কিনতে পারেন মাত্র 1 লাখেই!

নতুন Dzire গাড়িটির সামনে পাত্তা পাবেনা কেও, এই উপায়ে কম দামেই গাড়িটি হবে আপনার।

Advertisements

হ্যাচব্যাক থেকে মাইক্রো SUV, এই সেগমেন্টে সেরা পারফর্মার মারুতি সুজুকি। সমস্ত ধরণের গ্রাহকদের কথা মাথায় রেখে জাপানি কোম্পানিটি দারুণ কিছু গাড়ি নিয়ে এসেছে বাজারে। আজকে যে গাড়ি নিয়ে বলতে চলেছি সেই গাড়িটি বিক্রির রেকর্ড বানিয়েছে। 32 কিমি মাইলেজ এবং 6.51 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে বাজারে হইচই ফেলে দিয়েছে। চলুন গাড়িটি সম্পর্কে জানাই আপনাদের।32 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, মারুতি সুজুকির লেটেস্ট গাড়ি কিনতে পারেন মাত্র 1 লাখেই!

Maruti Suzuki-র নতুন এই গাড়িটি আসলে Dzire রেঞ্জের Tour S সংস্করণ। বাজারে সদ্যই এই নতুন সেডান গাড়িটি লঞ্চ করেছে মারুতি সুজুকি। দাম এবং মাইলেজের কারণেই গাড়িটির জনপ্রিয়তা এতটা বেশি। উল্লেখ্য, গাড়িটি আসলে Maruti Dzire-এর ট্যাক্সি ভেরিয়েন্ট। আগেও বাজারে বিক্রি হয়েছে সেটি, কিন্তু নতুন এবার নতুন অবতারে সেটিকে লঞ্চ করেছে মারুতি সুজুকি। আর মাত্র 1 লাখ টাকাতেই গাড়িটি কিনতে পারবেন আপনি, কিভাবে? চলুন সেটাও জানাচ্ছি।

Advertisements

গাড়িতে যুক্ত হয়েছে ব্র্যান্ড নিউ ডিজাইন। বড় বুট স্পেসের সাথে এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়র, উভয়ই আপগ্রেড করা হয়েছে। পেট্রোল এবং CNG, এই দুই ভার্সনে লঞ্চ হয়েছে মারুতি সুজুকি ডিজায়ার ট্যুর এস। নতুন Dzire এ 1.2 লিটার কে-সিরিজ ইঞ্জিন দেওয়া রয়েছে এবং পেট্রোল ভেরিয়েন্টেটি সর্বোচ্চ 66kW এবং CNG ভেরিয়েন্টে 57kW শক্তি উৎপন্ন করে। সর্বোচ্চ 113 Nm টর্ক সহ পেট্রোল চালিত গাড়িটির মাইলেজ 23.15 kmpl এবং CNG এর মাইলেজ 32.12 km/kg।32 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, মারুতি সুজুকির লেটেস্ট গাড়ি কিনতে পারেন মাত্র 1 লাখেই!

Dzire Tour S এর নতুন ভার্সনে গাড়িটির নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে রয়েছে ইলেক্ট্রিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD) এবং ব্রেক অ্যাসিস্ট (BA), রিভার্স পার্কিং সেন্সর, ডুয়াল এয়ারব্যাগ সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) এর মতো ফিচারস।32 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার ইঞ্জিন, মারুতি সুজুকির লেটেস্ট গাড়ি কিনতে পারেন মাত্র 1 লাখেই!

কত দাম রয়েছে গাড়িটির : 6.51 লক্ষ টাকা থেকে গাড়িটির দাম শুরু হচ্ছে। অন রোড দাম পড়বে 7.34 লক্ষ টাকার (Delhi) কাছাকাছি। আপনি 1 লাখ টাকার ডাউনপেমেন্ট করেই নিয়ে যেতে পারেন। বাকি 6.34 লক্ষ টাকা ঋণের মাধ্যমে দিতে হবে। এবার আপনি যদি 5 বছরের জন্য এই ঋণ নিয়ে থাকেন তাহলে 9.8% সুদের সাথে মাসিক 13,247 টাকার EMI দিতে হবে। ব্যাস তাহলেই গাড়িটি আপনার!

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.