TRENDS
Advertisement

দারুন সুযোগ! স্মার্টফোনের দামে বাড়ি আনুন Honda Activa 125, কিন্তু কিভাবে? জেনে নিন

সস্তায় কীভাবে কিনবেন Activa 125, দেখে নিন

Published By: Ritwik | Published On:

ভারতের বেস্ট সেলিং স্কুটারের তালিকায় শীর্ষে রয়েছে Honda Activa। গাড়িটির শক্তিশালী মাইলেজ এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজ ভারতীয়দের বেশ পছন্দের। আজ বহুদিন ধরেই গাড়িটি বাজারে বিক্রি করছে Honda Motors। আপাতত সেটির ষষ্ঠ জেনারেশন চলছে। কিন্তু বর্তমানে গাড়িটির দাম অনেকখানি বেড়ে যাওয়ায় স্কুটার কিনতেও সমস্যায় পড়ছেন অনেকে। কিন্তু আর সেই সমস্যা থাকবেনা , আমরা আপনাদের জন্য দারুণ এক খবর নিয়ে হাজির হয়েছি। এবার মাত্র 10,000 টাকা দিয়েই বাড়ি আনুন Honda Activa। কীভাবে? চলুন জানাচ্ছি।দারুন সুযোগ! স্মার্টফোনের দামে বাড়ি আনুন Honda Activa 125, কিন্তু কিভাবে? জেনে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ভারতে মোট 4টি ভেরিয়েন্টে গাড়িটি বিক্রি করে Honda। আপাতত গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 79,806 টাকা থেকে এবং টপ ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম রয়েছে 88,979 টাকা পর্যন্ত। Honda Activa গাড়িটি মোটের ওপর ভালই শক্তিশালী ইঞ্জিন নিয়ে আসে। গাড়িটি সস্তায় কেনার আগে এর স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের বলে দিই।

Honda Activa স্কুটারটিতে 124 cc ইঞ্জিন রয়েছে, সেটি সর্বোচ্চ 8.30 PS শক্তি উৎপন্ন করে এবং সর্বোচ্চ 10.4 নিউটন-মিটার পিকআপ টর্ক জেনারেট করতে সক্ষম। শক্তিশালী ইঞ্জিনই নয়, Honda Activa 125 এর মাইলেজও বেশ আকর্ষণীয়। গাড়িতে আপনি মোট 55 kmpl পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। এবার চলুন আপনাদের জানাই অফারটির সম্পর্কে।

1) Honda Activa 125 ড্রাম : দারুন সুযোগ! স্মার্টফোনের দামে বাড়ি আনুন Honda Activa 125, কিন্তু কিভাবে? জেনে নিনএই ভেরিয়েন্টটির এক্স-শোরুম মূল্য রয়েছে 79,806 টাকা। অন-রোড দাম পড়বে 94,239 টাকা। এবার আপনি যদি 10,000 টাকার ডাউনপেমেন্ট করেন তাহলে আপনাকে মোট 84,239 টাকা ঋণ নিতে হচ্ছে। 3 বছরের জন্য 9 শতাংশ সুদের হারে লোন নিলে প্রতি মাসে 2,679 টাকার EMI দিতে হবে আপনাকে। এই হিসেবে অবশ্য সুদ বাবদ আপনাকে অতিরিক্ত 12,000 টাকা খরচ করতে হবে।

2) Honda Activa 125 Drum Alloy : দারুন সুযোগ! স্মার্টফোনের দামে বাড়ি আনুন Honda Activa 125, কিন্তু কিভাবে? জেনে নিনএই ভেরিয়েন্টের এক্স শোরুম দাম রয়েছে 83,474 টাকা এবং অন রোড দাম পড়বে 98,243 টাকা। এখানেও 10,000 টাকার ডাউন পেমেন্ট করে 3 বছরের জন্য 9% সুদে গাড়িটি কিনতে পারেন। এক্ষেত্রে প্রতি মাসে আপনাকে 2806 টাকা দিতে হবে। উল্লেখ্য, এক্ষেত্রে অতিরিক্ত খরচ হবে 13 হাজার টাকা।

About Author