TRENDS
Advertisement

TVS-র দাপটে উড়ে গেল হন্ডা-হিরো, 125 সিসি বাইকের দাম মাত্র 70 হাজার

দু চাকা মোটরসাইকেলের বিক্রিতে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে বিগত দিনে। আর তাই তো প্রতিদিন একটার পর একটা নতুন বাইক লঞ্চ হচ্ছে দেশে। আর এবার Hero এবং Honda থেকে শুরু করে…

Published By: Ritwik | Published On:

দু চাকা মোটরসাইকেলের বিক্রিতে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে বিগত দিনে। আর তাই তো প্রতিদিন একটার পর একটা নতুন বাইক লঞ্চ হচ্ছে দেশে। আর এবার Hero এবং Honda থেকে শুরু করে বাজারে সকলের ঘুম কাড়তে চলে এল TVS এর Fiero 125। এই গাড়ির আশ্চর্যজনক বৈশিষ্ট্য আপনার মন কাড়বেই।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সূত্রের খবর, খুব শীঘ্রই TVS Motor তাদের একটি পুরানো বাইককে নতুন অবতারে বাজারে লঞ্চ করতে পারে। সংস্থাটি তাদের Fiero 125 বাইকটিকে নতুনভাবে ভারতীয় বাজারে আনতে চলেছে। আর অবশ্যই মধ্যবিত্তের লাগালের মধ্যে হতে চলেছে নবাগত এই বাইক। জানা যাচ্ছে, এই বাইকে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন, ফিচার এবং স্পেসিফিকেশন দেওয়ার কথা ভাবছে সংস্থাটি।

টিভিএস কিছু সময় আগে এই বাইকের জন্য একটি ট্রেডমার্কও দায়ের করেছিল। তারপর থেকেই এই বাইক লঞ্চ নিয়ে জল্পনা চলছিল। জানা গেছিল বেশকিছু পরিবর্তনের সাথে এটিকে বাজারে উপস্থাপন করতে পারে কোম্পানিটি। তাহলে চলুন দেখে নিই, কী কী ফিচার্স দেওয়া হবে এই বাইকটিতে।

জানা যাচ্ছে, টিভিএস ফিয়েরো 125-এ 124.8 সিসি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ইন্সটল করা থাকতে পারে। বাইকটিতে একটি বড় ফুয়েল ট্যাঙ্ক (তেলের ট্যাঙ্ক) দেওয়া যেতে পারে। এছাড়াও এই ইঞ্জিনে একটি 5-স্পীড গিয়ারবক্সও থাকবে। নিরাপত্তার জন্য, এই বাইকটি ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক বিকল্প পেতে পারে।

TVS-র দাপটে উড়ে গেল হন্ডা-হিরো, 125 সিসি বাইকের দাম মাত্র 70 হাজার

সংস্থাটি তাদের এই নতুন বাইকটির মাইলেজের দিকেও খেয়াল রাখবে। TVS-এর আসন্ন Fiero 125-এর ফিচারের কথা বললে, এতে একটি এয়ার-কুলড ইঞ্জিন থাকবে, যা হবে 125cc। এর ইঞ্জিন 9.38 PS শক্তি এবং 10.5 Nm টর্ক জেনারেট করতে পারে। রেইডার 125-এর মতো ফিয়েরো 125-তেও 65 কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দেওয়ার ক্ষমতা থাকতে পারে। সূত্রের খবর, বাইকটির দাম শুরু হতে পারে 70 হাজার টাকা থেকে।

About Author