Read In
Whatsapp

দীপাবলিতে বাজার কাঁপাবে Bajaj-র এই নতুন বাইক, কম দামেই মিলবে দমদার পারফরম্যান্স

বাজারে এসেছে Bajaj CT 110 X এর নতুন ভার্সন, Splendor কে বড় টক্কর দেবে বাজাজের নতুন বাইক

Advertisements

বাজারে স্পোর্টস বাইকের চাহিদা আগের চেয়ে বেড়েছে ঠিকই কিন্তু কমিউটার বাইকের চাহিদা আজও অটুট। সাশ্রয়ী মূল্যের বাইক গুলোই অধিক বিক্রি হয়। বিভিন্ন কোম্পানিও সস্তার বাইক নিয়ে এসেছে ভারতের বাজারে। বাজাজ তাদের নতুন CT 110X বাইকটি লঞ্চ করেছে দেশের বাজারে। সস্তা হওয়ার সাথে জ্বালানি খরচেও বেশ সাশ্রয়ী। চলুন দেখে নেওয়া যাক কেমন কি স্পেসিফিকেশন রয়েছে সেখানে। দীপাবলিতে বাজার কাঁপাবে Bajaj-র এই নতুন বাইক, কম দামেই মিলবে দমদার পারফরম্যান্স

ইঞ্জিন এবং মাইলেজ : CT 110X বাইকে রয়েছে 115 সিসির 4 স্ট্রোক, এয়ার কুলড DTsi সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি 8000 RPM-এ 8 hp শক্তি এবং 5500 RPM-এ 10 Nm পিক টর্ক উৎপন্ন করে৷ বাইকটি প্রতি লিটারে 70 কিমি ছুটতে সক্ষম।

Advertisements

দীপাবলিতে বাজার কাঁপাবে Bajaj-র এই নতুন বাইক, কম দামেই মিলবে দমদার পারফরম্যান্স

11 লিটারের ফুয়েল ট্যাংকের সাথে এই বাইকের ডিজাইনও দারুণ। হালকা ওজনের একদম মিনিমালিস্ট বাইক এই Bajaj CT 110X। ছোট হেডলাইট গ্রিল, কালো অ্যালয়, ইঞ্জিন কেসিং এবং বডি প্যানেল থাকার কারণে গাড়িটির লুক যেন একদম নতুন মাত্রা পেয়েছে।

গাড়িতে রয়েছে পাঁচ স্পিডের গিয়ারবক্স এবং দারুণ আকর্ষণীয় V শেপের LED DRL। যদিও সামনের মূল হেডলাইটে LED নেই। তবে স্মুথ রাইডের জন্য রয়েছে একটি টেলিস্কোপিং ফর্ক এবং দুটি শক অ্যাবজর্ভার সাসপেনশন সিস্টেম। সামনে এবং পিছনে দুই চাকাতেই 130mm এর ড্রাম ব্রেক রয়েছে।

দীপাবলিতে বাজার কাঁপাবে Bajaj-র এই নতুন বাইক, কম দামেই মিলবে দমদার পারফরম্যান্স

দাম : বিভিন্ন ভার্সনের দাম অবশ্য বিভিন্ন। CT 125X-এর ড্রাম ব্রেক ভার্সানের দাম শুরু হচ্ছে 55,494 টাকা থেকে। ডিস্ক ভার্সনের ক্ষেত্রে দাম শুরু হচ্ছে 62,000 টাকা থেকে। CT 110X হিরো’র Splendor Plus এবং হন্ডা’র SP 100-কে জোর টক্কর দেবে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.