Read In
Whatsapp

বাজার কাঁপাতে আসছে এই 5টি বাইক, তালিকায় নাম দিয়েছে Bajaj এর এই শক্তিশালী বাইকের

শীঘ্রই ভারতের বাজারে আসছে 5টি নতুন বাইক। Royal Enfield থেকে Bajaj সহ একাধিক বাইক রয়েছে এই তালিকায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা 5টি বাইক সম্পর্কে। 1) Royal Enfield Himalayan…

Advertisements

শীঘ্রই ভারতের বাজারে আসছে 5টি নতুন বাইক। Royal Enfield থেকে Bajaj সহ একাধিক বাইক রয়েছে এই তালিকায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা 5টি বাইক সম্পর্কে।

1) Royal Enfield Himalayan 452 বাজার কাঁপাতে আসছে এই 5টি বাইক, তালিকায় নাম দিয়েছে Bajaj এর এই শক্তিশালী বাইকের

Advertisements

চলতি মাসেই লঞ্চ হয়েছে বাইকটি। তবে এখনো পর্যন্ত সেটির দাম জানা যায়নি। আগামী 24 তারিখ বাইকের দাম সম্পর্কে জানা যাবে। বাইকে 452 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন রয়েছে এবং এই ইঞ্জিন মোট 40 bhp শক্তি এবং 46Nm হয় টর্ক উৎপন্ন করে। সার্কুলার ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম ইত্যাদির মতো ফিচারসের সুবিধা পাওয়া যায়।

2) Aprilia RS 457 বাজার কাঁপাতে আসছে এই 5টি বাইক, তালিকায় নাম দিয়েছে Bajaj এর এই শক্তিশালী বাইকের

ভারতে সদ্যই লঞ্চ হয়েছে নতুন Aprilia বাইকটি। আপাতত KTM এর বাজারই লক্ষ্য কোম্পানির। কিন্তু একইসাথে Kawasaki Ninja, Yamaha R3 ইত্যাদির মতো বাইকের বাজারেও বড় প্রভাব ফেলবে Aprilia RS 457। বাইকটির দাম থাকতে পারে 3.8 লক্ষ টাকার আশেপাশে। 457 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন মোট 47hp শক্তি উৎপন্ন করে।

3) Yamaha R3 এবং MT 03 বাজার কাঁপাতে আসছে এই 5টি বাইক, তালিকায় নাম দিয়েছে Bajaj এর এই শক্তিশালী বাইকের

কয়েক মাস আগেই প্রদর্শন করা হয় বাইকদুটিকে। সেখান থেকে জানা যায় যে, 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিনের সাথে আসবে বাইকটি। যা মোট 40 PS শক্তি এবং 27.4Nm পিক টর্ক উৎপন্ন করে। এলইডি আলো, ডুয়াল-চ্যানেল ABS, ডিজিটাল ক্লাস্টার সমেত বাজারে আসে বাইকটি।

4) Bajaj Pulsar NS 400: বাজার কাঁপাতে আসছে এই 5টি বাইক, তালিকায় নাম দিয়েছে Bajaj এর এই শক্তিশালী বাইকের

Bajaj তাদের Pulsar সিরিজের সবচেয়ে শক্তিশালী বাইক লঞ্চ করতে চলেছে। 2024 সালের দ্বীতিয় ত্রৈমাসিকে বাজারে আসবে Pulsar NS 400। NS সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ন্যাকেড স্ট্রিট ফাইটারটি। বাইকে 373 সিসি লিকুইড কুল ইঞ্জিন রয়েছে। নতুন বাইক বাজারে টেক্কা দেবে Kawasaki 400, KTM 390 Duke ইত্যাদি বাইকের সাথে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.