Read In
Whatsapp

রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 বনাম কেটিএম 390 অ্যাডভেঞ্চার, কোন বাইক সেরা? তুলনা দেখে বিচার করুন

সেরা অফ-রোডার বাইক কোনটি দেখে নিন

Advertisements

অবশেষে Royal Enfield তাদের নতুন Himalayan 450 বাইকের লেটেস্ট স্পেসিফিকেশন প্রকাশ করেছে। 2016 সালে প্রথমবার লঞ্চ হওয়ার পর এই প্রথম আপডেট পেল বাইকটি। দাম জানা না গেলেও  সমস্ত আপডেট লঞ্চ করেছে Royal Enfield।  রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 বনাম কেটিএম 390 অ্যাডভেঞ্চার, কোন বাইক সেরা? তুলনা দেখে বিচার করুন

নতুন Himalayan 450 এর সাথে জোর টক্কর দেবে KTM। কিছুদিন আগেই KTM তাদের অফরোডার বাইক 390 Adventure লঞ্চ করেছে। চলুন দেখে নেওয়া যাক কোন বাইক এগিয়ে এই টক্করে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 বনাম কেটিএম 390 অ্যাডভেঞ্চার, কোন বাইক সেরা? তুলনা দেখে বিচার করুন

Advertisements

বাইক 

KTM 390 Adventure
Royal Enfield Himalayan 450
ইঞ্জিন 373.3 cc লিকুইড কুল DOHC সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন 452 cc লিকুইড কুল DOHC সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন 
শক্তি 42.9 hp39.5 hp 
টর্ক 37 Nmv40 Nm 
ট্রান্সমিশন 6-speed5-speed

 

রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 বনাম কেটিএম 390 অ্যাডভেঞ্চার, কোন বাইক সেরা? তুলনা দেখে বিচার করুন

বাইক দুটির হার্ডওয়্যার কেমন দেখে নিনঃ- 

বাইক 

Royal Enfield Himalayan 450

KTM 390 Adventure

সামনের সাশপেনশন 43 মিমি ইউএসডি ফর্কWP Apex 43 মিমি ইউএসডি ফর্ক
পিছনের  সাশপেনশনমনোশক সাশপেনশনWP Apex মনোশক সাশপেনশন
ব্রেক সামনে 320 mm ডিস্ক ব্রেক, পিছনে 270 mm ডিস্ক ব্রেক। ডুয়াল চ্যানেল ABSসামনে 320 mm ডিস্ক ব্রেক, পিছনে 230 mm ডিস্ক ব্রেক। ডুয়াল চ্যানেল ABS
কার্ব ওয়েট196 kg177 kg

 

রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 বনাম কেটিএম 390 অ্যাডভেঞ্চার, কোন বাইক সেরা? তুলনা দেখে বিচার করুনRoyal Enfield Himalayan এর দাম এখনো জানা যায়নি, কিন্তু পুরনো হিমালয়ান বাইকের থেকে নতুন বাইকের দাম বাড়বে বেশ খানিকটা। উল্লেখ্য, KTM 390 অ্যাডভেঞ্চার বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.81 লক্ষ টাকা থেকে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.