Read In
Whatsapp

পাত্তা পাবেনা KTM বা Yamaha, নতুন Pulsar যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দিচ্ছে

TVS Raider এবং Yamaha FZ-S এর সাথে জোর টক্কর বাজাজ পালসারের, দেখে নিন কোন গাড়ি এগিয়ে প্রতিযোগিতায়

Advertisements

শীঘ্রই Pulsar এর সবচেয়ে বড় এবং শক্তিশালী Pulsar, Pulsar NS 400 লঞ্চ হতে চলেছে। তার আগেবাজারে লঞ্চ হলো নতুন N150। 150 সিসি সেগমেন্টে N160 এর পর নতুন বাইক লঞ্চ করেছে বাজাজ। পুজোর মরশুমে বাজার ধরতে কোনো বাকি রাখছেনা বাজাজ। TVS Raider, Honda SP 160, Yamaha FZ-S সহ নানান বাইকের সাথে প্রতিযোগিতায় নামবে নয়া বাইকটি। কিন্তু কেমন Pulsar N150? চলুন দেখে নেওয়া যাক Bajaj এর নতুন বাইকটি কেমন।

Pulsar N150
Pulsar N150

পাওয়ারট্রেন : N150 গাড়িতে 149 সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। বাজাজের এই ইঞ্জিনটি সর্বোচ্চ 14.5 bhp শক্তি উৎপন্ন করে এবং সেইসাথে 13.5 Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্সের সাথে আসে গাড়িটি। শক্তিশালী ইঞ্জিন হলেও 40 থেকে 45 কিমির মাইলেজ পাওয়া যায়।

Advertisements

পাত্তা পাবেনা KTM বা Yamaha, নতুন Pulsar যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দিচ্ছে

ডিজাইন : নতুন ডিজাইনের Bajaj Pulsar N150 কে নিজের সেগমেন্টে সেরা বাইক। N150 অনেকখানি Pulsar N250-এর মতোই দেখতে। সেখানে টুইন এলইডি ডিআরএল সহ প্রজেক্টর হেডল্যাম্প, শার্প ট্যাঙ্ক এক্সটেনশন, ইঞ্জিনের সুরক্ষার জন্য আন্ডারবেলি কাউল, স্টাবি এক্সহাস্ট, মাল্টি-স্পোক অ্যালয় হুইল এবং এলইডি টেল ল্যাম্প রয়েছে।

ফিচারস এবং স্পেসিফিকেশন : নতুন Bajaj Pulsar N150 গাড়িটি তিনটি রঙের সাথে লঞ্চ হয়েছে। সিঙ্গল চ্যানেল ABS সিস্টেম সহ অয়েল-কুলড, ফুয়েল-ইনজেক্টেড প্রযুক্তির উপর ভিত্তি করে চার-স্ট্রোকের ইঞ্জিন রয়েছে। বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, ডিজিটাল অডোমিটার ইত্যাদির মতো ফিচারসও পেয়ে যাচ্ছেন।

পাত্তা পাবেনা KTM বা Yamaha, নতুন Pulsar যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দিচ্ছে

দাম : বাজাজের স্পোর্টস বাইকটি দুটি ক্যাটেগরিতে লঞ্চ হয়েছে। বস্তুত দুটি ভার্সনের মধ্যে পার্থক্যবলতে দুই ভার্সনে সিঙ্গেল চ্যানেল ABS এবং ডুয়াল চ্যানেল ABS উপস্থিত রয়েছে। সিঙ্গেল চ্যানেলের জন্য আপনাকে 1.18 লক্ষ টাকা খরচ করতে হবে এবং ডুয়াল চ্যানেলের জন্য দাম পড়বে 1.21 লক্ষ টাকা। এছাড়া Standard ভার্সন রয়েছে। সেটির দাম 1.33 লক্ষ টাকা।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.