Read In
Whatsapp

ডিসেম্বর মাসেই আসছে নতুন YZF-R3, দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন

Yamaha সম্প্রতি বাজারে তাদের একটি ফ্ল্যাগশিপ বাইক লঞ্চ করার জন্য প্রস্তুত। জানা যাচ্ছে স্পোর্টি ডিজাইনের Yamaha YZF-R3 বাজারে কামব্যাক করছে নতুন অবতারে। আগামী ডিসেম্বের 2023 নাগাদ বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা…

Advertisements

Yamaha সম্প্রতি বাজারে তাদের একটি ফ্ল্যাগশিপ বাইক লঞ্চ করার জন্য প্রস্তুত। জানা যাচ্ছে স্পোর্টি ডিজাইনের Yamaha YZF-R3 বাজারে কামব্যাক করছে নতুন অবতারে। আগামী ডিসেম্বের 2023 নাগাদ বাইকটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। R3 এর সাথে Yamaha তার Street Naked Version MT-03 বাইকটিও লঞ্চ করবে শীঘ্রই। ডিসেম্বর মাসেই আসছে নতুন YZF-R3, দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন

অনেকেই হয়তো জানেন না এর আগেও বাইকটি লঞ্চ করার প্রস্তুতি নেয় Yamaha। কিন্তু সেবার BS4 ইঞ্জিনের সমস্যার কারণে বাইকটি বাজারে আসতে সমস্যা হয়। এবার 3.50 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকার বাজেটে বাইকটি কিনতে পারবেন আপনি। নতুন মডেল বাজারে জোর টক্কর দেবে Kawasaki Ninja 300, KTM RC 390, এবং Aprilia RS 457-এর মতো বাইককে।

Advertisements

ইয়ামাহা সম্প্রতি তাদের ডিলার কনফারেন্সে নতুন YZF-R3 প্রদর্শন করেছে। সেখানে বাইকটির অত্যাশ্চর্য নকশা সামনে এসেছে। অ্যারোডাইনামিক ফ্রন্ট এন্ড বাইকটিকে উচ্চ-গতিতে ছুটতে সাহায্য করবে। এছাড়া আগের ভার্সনের তুলনায় নতুন YZF-R3 এর নয়া ভার্সন অনেক বেশি পেশীবহুল। যদিও অফিসিয়াল ডেলিভারির তারিখ এখন অপ্রকাশিত। ডিসেম্বর মাসেই আসছে নতুন YZF-R3, দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন

Yamaha YZF-R3 বাইকে ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থাকছে। এছাড়া LCD লাইটিং এবং হেডল্যাম্প সহ একটি LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যায়। বাইকের উভয় চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে, যা স্টাইলিশ অ্যালয় হুইলের সাথে যুক্ত। এছাড়া বাইকে রয়েছে উন্নতমানের সাসপেনশন যা চালককে বেশ আরামের সাথে চলতে সাহায্য করে।

ডিসেম্বর মাসেই আসছে নতুন YZF-R3, দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন

পাওয়ারট্রেন: YZF-R3 বেশ শক্তিশালী পারফর্মার। সেখানে 296cc BS6 ইঞ্জিন সহ 38.88 bhp শক্তি এবং 26.1 Nm টর্ক উৎপন্ন করে। সামনের এবং পিছনে, উভয় চাকাতেই ডিস্ক ব্রেক শক্তিশালী স্টপিং পাওয়ার নিশ্চিত করে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.