Read In
Whatsapp

পুরাই গেম চেঞ্জার! কাওয়াস্কির সাশ্রয়ী মূল্যের বাইকে থাকছে নজরকাড়া চমক, জানুন দাম ও ফিচার্স

শীঘ্রই লঞ্চ হতে চলেছে কাওয়াসাকির মডার্ন রেট্রো মোটরসাইকেল Z650 RS। একঝলকে দেখে নিন কী কী ফিচার্স রয়েছে

Advertisements

650 সিসি ইঞ্জিনের মধ্যে কাওয়াসাকির সবথেকে জনপ্রিয় বাইকগুলির মধ্যে প্রথমেই যে নামটা আসবে তা হল নিনজা। এই বাইকের প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই সিরিজের আরও একটি বাইক আছে যার ফিচার্স এবং স্পেশিফিকেশন শুনলে হা হয়ে যেতে হয়। বাইকটি হল Z650RS। উন্নত প্রযুক্তির ছোঁয়ায় নতুন করে বাইকটি সাজাতে চলেছে কাওয়াসাকি।

বর্তমানে ভারতে উপলব্ধ Kawasaki Ninja 650, Z650, Versys 650 বাইকে পাওয়া যায় 3 লেভেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। আর এবার থেকে Z650RS বাইকেও ঐ একই সিস্টেম যোগ করা হচ্ছে। এতে দেওয়া হবে 650 সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। শক্তিশালী এই ইঞ্জিনটি সর্বোচ্চ 68 হর্সপাওয়ার শক্তি এবং 64 এনএম টর্ক জেনারেট করতে সক্ষম।

Advertisements

দূর্দান্ত দেখতে এই বাইকটি একাধিক মর্ডার্ন ফিচার্সে ঠাসা। এতে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। বাইকে পেয়ে যাবেন মডার্ন LED লাইট গোল হেডলাইট, সিঙ্গেল পিস সিট, ডিজিটাল-অ্যানালগ ডিসপ্লে। পাশাপাশি স্পোর্টি এবং আকর্ষণীয় লুকসের জন্যেও বিশেষ বিখ্যাত এই দু চাকা। ইউরোপের বাজারে ক্যান্ডি মিডিয়াম রেড কালারের কাওয়াসাকির ছড়াছড়ি। আশা করা হচ্ছে ভারতে যে সংস্করনটি লঞ্চ হচ্ছে তাতেও মিলবে এই কালার।

যদিও এই পুরোটাই কোম্পানির নিজস্ব মতামত। উল্লেখ্য, বিভিন্ন টেক মিডিয়ার খবর অনুযায়ী, এই বাইকটি আগামি বছরের মধ্যেই ভারতে লঞ্চ হতে পারে। আপাতত ভারতে যে Kawasaki Z650RS রয়েছে তার প্রারম্ভিক দাম রাখা হয়েছে 6.92 লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলটির দাম আরও কিছুটা বাড়তে পারে বলেই ধারণা।

পুরাই গেম চেঞ্জার! কাওয়াস্কির সাশ্রয়ী মূল্যের বাইকে থাকছে নজরকাড়া চমক, জানুন দাম ও ফিচার্স

পাশাপাশি জানিয়ে রাখি, ভারতীয় বাজারে এই বাইকটির প্রতিদ্বন্দ্বি হতে চলেছে Royal Enfield Interceptor, Royal Enfield Continental GT, Aprilia RS 457, Kawasaki Ninja 650, Honda CB500X, এবং Triumph Trident 660-র মত বাইকগুলি। এখন দেখা যাক কাওয়াসাকি এইসব হেভি ওয়েট বাইককে মাত দিতে সক্ষম হয় কী না!

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.