দৈনন্দিন জীবনে সহজেই ব্যবহার করা যায় এবং যার খরচ কম, এমন একটা বাইক বা সাইকেলের খোঁজ আপনিও করছেন? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ে নিন। সম্প্রতি আকর্ষণীয় ডিজাইনের সাথে দুর্দান্ত রেঞ্জ এবং ফিচার্স নিয়ে নতুন ই বাইক নিয়ে এসেছে কলকাতার সংস্থা Motovolt। বাইকটির নাম রাখা হয়েছে Motovolt Urbn E-Bike।
সম্প্রতি সংস্থার তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাইকটির ওজন মাত্র ৪০ কেজি। এতে রয়েছে পুশ বাটন স্টার্টের মত উন্নত প্রযুক্তি। 36 V/20 AH লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সঙ্গে BLDC মোটর দেওয়া হয়েছে এই বাইকটিতে। এমনিও আজকাল অনেকেই স্টাইলিস এবং কম খরচায় মেইনটেইন করা যায় এমন ই-ভেহিকেলের দিকে ঝুঁকছেন। তাদের জন্য একেবারে আদর্শ হবে এই নতুন ই-বাইক।
এতে একবার চার্জ দিয়েই অনেকটা পথ পাড়ি দিতে পারবেন। সংস্থার দাবি অনুযায়ী, এই ইলেকট্রিক বাইক ফুল চার্জ হলে রেঞ্জ দিতে পারে 120 কিলোমিটার। আর মাত্র 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় ব্যাটারিটি। বাইকটির সর্বোচ্চ গতি হতে চলেছে 25 কিমি প্রতি ঘন্টা। জেনে অবাক হবেন যে, মাত্র 10 সেকেন্ডের মধ্যে 0 থেকে 25 কিমি প্রতি ঘণ্টা স্পিড তোলে এই ই-বাইক।
প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন ই-বাইকটির দুটি চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। এই ইলেকট্রিক বাইকের কার্ব ওয়েট 40 কেজি হলেও সর্বোচ্চ 120 কেজি ওজন নিতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। এই মুহূর্তে ভারতীয় বাজারে যে কয়টি নতুন ই-বাইক লঞ্চ করেছে তার তালিকা করলে এই বাইকটি যে প্রথম দিকে থাকবে তা বলাই বাহুল্য।
বাইকটির ফিচার্সের কথা বললে এতে পেয়ে যাবেন, একটি প্যাডেল অ্যাসিস্ট সেন্সর, একাধিক রাইডিং মোড, ইগনিশন সুইচ, হ্যান্ডেল লকের সুবিধা এবং একটি স্মার্টফোন অ্যাপ যেখানে বাইক সংক্রান্ত খবর জানতে পারবেন। আপাতত দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ই-বাইকটি। একটি হল STD যার দাম মাত্র 49,999টাকা। অপরটি হল Smart Plus, যার দাম মাত্র 59,999 টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, স্কুটার-বাইকের পর এখন সাইকেলেও ব্যাটারি যোগ করেছে একাধিক সংস্থা। উদাহরণস্বরূপ বলা যায় Tata গ্রুপের নতুন ইলেকট্রিক সাইকেল Zeeta। কম দামের মধ্যে এই সাইকেল দারুণ রেঞ্জ দেয়। এটিও এক ঘন্টায় 25 কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা রাখে।