ভারতের বাজারে সদ্যই জাপানিজ ব্র্যান্ড কাওয়াসাকি (Kawasaki) তাদের ট্র্যাক-ফোকাসড বাইক লঞ্চ করেছে। ভারতের বাজারে নিজেদের KX সিরিজ ফিরিয়ে নিয়ে এসেছে সংস্থাটি। এই মুহুর্তে ভারত বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার মার্কেট, সেখানে Kawasaki নিজেদের উপস্থিতি আরো জোরদার করতে নিয়ে এসেছে নতুন দুটি বাইক।
Kawasaki তাদের High Performance সিরিজ ‘KX’ এর দুটি ভার্সন লঞ্চ করেছে। KX সিরিজের এই বাইক দুটি KX 65 এবং KX112। অ্যাডভেঞ্চার ক্যাটাগরির এই বাইক দুটির দ্বারা মার্কেটে ফিরে আসতে চাইছে Kawasaki। দুটি ট্র্যাক বাইক অবশ্য সাধারণ বাইকের চেয়ে অনেকখানি আলাদা। তরুণ জেনারেশনকে টার্গেট করে বানানো হয়েছে এই বাইক দুটিকে।
KX সিরিজের 65 এবং 112 বাইকে হেডলাইট, টেললাইট, টার্ন ইন্ডিকেটর এবং রিয়ার-ভিউ মিররের মতো সামগ্রী নেই। এখানে অফ-রোড অরিয়েন্টেড ডিজাইন রয়েছে যা আপনাকে লম্বা সেট ফ্রন্ট ফেন্ডার, আপসওয়েপ্ট টেইল প্যানেল, মিনিমালিস্ট বডি প্যানেল দেয়। দুই বাইকেই রয়েছে লিকুইড কুল ইঞ্জিন, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনের দিকের মনো-শক।
KX65 একটি 64cc এর সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড টু-স্ট্রোক ইঞ্জিন। KX112 এ রয়েছে 112 সিসির সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড টু-স্ট্রোক ইঞ্জিন। সামনে এবং পিছনে, উভয় প্রান্তেই ডিস্ক ব্রেক রয়েছে। উল্লেখ্য যে, KX65 এর দাম রয়েছে 3,12,000 (Ex-Showroom price) এবং KX112 এর দাম 4,87,800। (Ex-Showroom price)। তবে এখানেই থেমে নেই Kawasaki। তারা শীঘ্রই KLX 230RS লঞ্চ করার কথাও জানিয়েছে সংস্থাটি।







