Read In
Whatsapp

যা করতে পারেনি কেও তাই করে দেখাল Kawasaki, নতুন হাইব্রিড বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিল বাজারে

Kawasaki Comes Up With A Hybrid Bike: হাইব্রিড বাইক নিয়ে হাজির Kawasaki, দেখে নিন খুঁটিনাটি

Advertisements

Kawasaki Comes Up With A Hybrid Bike: শক্তিশালী হাইব্রিড মোটরবাইক নিয়ে হাজির Kawasaki। এই প্রযুক্তির ওপর Kawasaki প্রথম যে মহারথ হাসিল করেছে। আগামী সময়ে ব্যপক হারে এই বাইক তৈরি করবে তারা। বাইকের নাম দেওয়া হয়েছে Kawasaki Ninja 7 Hybrid। এর আগে ব্যাটারি চালিত বাইক নিয়ে এলেও এবার পরিবেশ দূষণ রোধ করতে এবং আরো উপযোগী করে তুলতে হাইব্রিড বাইকের উন্মোচন করেছে কোম্পানি। যা করতে পারেনি কেও তাই করে দেখাল Kawasaki, নতুন হাইব্রিড বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিল বাজারে

ভালো মাইলেজ এবং বেশি শক্তি উৎপন্ন করতে পারে এই বাইক। নতুন নিনজা 7 হাইব্রিড বাইকটি অধিক ক্ষমতা সম্পন্ন। সেখানে 451 সিসি প্যারালাল টুইন ওয়াটার কুল 4 স্ট্রোক ইঞ্জিন থাকছে। ম্যানুয়াল এবং অটোম্যাটিক এই দুই ধরণের গিয়ারের অপশন পাবেন আপনি। এছাড়া ট্র্যাকশন প্লাস ব্যাটারি থাকবে বাইকে। যা করতে পারেনি কেও তাই করে দেখাল Kawasaki, নতুন হাইব্রিড বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিল বাজারে

Advertisements

উল্লেখ্য, বাইকের ব্যাটারি মোট 43.5 কিলোওয়াট শক্তি তৈরি করে। এছাড়া বাইকের ই-বুস্ট ফিচার মোট 51.1 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। বাইকটি স্পোর্ট-হাইব্রিড, ইকো-হাইব্রিড এবং ইভি এই তিন মোডে চালানো যাবে। বাইকে পেট্রোল ইঞ্জিন যেমন থাকছে তেমনই 48V লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকও দেখতে পাবেন আপনি।

যা করতে পারেনি কেও তাই করে দেখাল Kawasaki, নতুন হাইব্রিড বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিল বাজারে

ফিচার্সে ঠাসা থাকবে বাইকটি। কারণ TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন এর মতো ফিচারস থাকবে সেখানে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এবং ব্যাটারি চালিত ইঞ্জিন, এই দুইয়ের সম্মিলিত শক্তি থাকবে সেখানে। এই বাইক নিয়ে লং ট্রিপে যাওয়া বেশ সহজ হবে। তবে বাইকটির এখনো দাম জানা যায়নি, শীঘ্রই এই বিষয়ে আপডেট আসতে পারে।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.