TRENDS
Advertisement

Honda SP 125 Vs SP 160: দুই বাইকের মধ্যে দাম ও ফিচার্সে কি কি পার্থক্য আছে? দেখুন খুঁটিনাটি

Honda SP 125 নাকি SP 160, নতুন বাইকের সাথে কতটা পার্থক্য রয়েছে SP 125 এর?

Published By: Ritwik | Published On:

সদ্যই বাজারে এসেছে Honda SP 160। ইউনিকর্নের সাফল্য দেখেই নতুন অবতারে গাড়িটি লঞ্চ করেছে Honda। যে পরিমাণ ফিচারস রাখা হয়েছে সেই অনুযায়ী দামও বেশ কম এই গাড়িতে। মূলত SP 125 এর বিরাট সাফল্যের পরই নতুন বাইকটি বাজারে এনেছে তারা। তবে সুবিধা হলেও গ্রাহকরা পড়েছেন মহা সমস্যায়, কোনটা নেবেন SP 125 নাকি 160? আর সেই উত্তরের কারণেই আমাদের আজকের প্রতিবেদন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda 125 এবং 160 এর মধ্যে ইঞ্জিনের তফাৎ ছাড়াও কী কী ফারাক রয়েছে সেই নিয়েই আমাদের আজকের প্রতিবেদন।

১) ইঞ্জিনের মধ্যে তফাৎ : দুই গাড়ির নাম দেখেই বুঝতে পারছেন সেখানে ইঞ্জিনের বিভিন্নতার জন্যই নামের ফারাক এসেছে। SP 125 গাড়িটিতে রয়েছে 124 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.72 ব্রেক হর্সপাওয়ার এবং 10.9 এনএম টর্ক তৈরি করতে পারে। অন্যদিকে SP 160 এ রয়েছে 160 সিসির ইঞ্জিন। সেটি সর্বোচ্চ 13.46 হর্সপাওয়ার এবং 14.58 এনএম টর্ক তৈরি করতে পারে।

Honda SP 125 Vs SP 160: দুই বাইকের মধ্যে দাম ও ফিচার্সে কি কি পার্থক্য আছে? দেখুন খুঁটিনাটি
sp 125

 

উল্লেখ্য, দুই গাড়িতেই এয়ারকুল ইঞ্জিন এবং 5 স্পিড গিয়ারবক্স রয়েছে। তবে SP 125 যেখানে সর্বোচ্চ 100কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে সেখানে SP 160 সর্বোচ্চ 120 কিমি বেগে ছুটতে সক্ষম। দুই বাইকেই আপনি LED হেডলাইট, হ্যালোজেন টেল লাইট এবং টার্ন সিগন্যাল পেয়ে যাবেন। আবার ব্লুটুথ কানেকশন নেই দুটির কোথাও।

Honda SP 125 Vs SP 160: দুই বাইকের মধ্যে দাম ও ফিচার্সে কি কি পার্থক্য আছে? দেখুন খুঁটিনাটি
sp 160

 

২) ব্রেকিং : SP 125 বাইকে কেবল সামনের চাকাতেই ডিস্ক ব্রেক পাওয়া যায়। পিছনে রয়েছে ড্রাম ব্রেক। অন্যদিকে SP 16P গাড়িতে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সহ ডুয়াল ডিস্ক ব্রেকের সুবিধা রয়েছে।

৩) দামের ফারাক কত : SP 125 মোট দুই ভেরিয়েন্ট এবং 5টি রংয়ের সাথে আসে। সেগুলোর দাম শুরু হচ্ছে 86,745 টাকা থেকে এবং সর্বোচ্চ দাম রয়েছে 90,745 টাকা। SP 160 বাইকেরও দুটি ভার্সন লঞ্চ করেছে Honda। বাইকটির দাম শুরু হচ্ছে 1.17 লক্ষ টাকা থেকে 1.22 লক্ষ টাকা পর্যন্ত।
(উল্লেখ্য সমস্ত মূল্য এক্স-শোরুম দামে দেওয়া হয়েছে)।

About Author