Read In
Whatsapp

Honda CB200X: পুজোর আগে নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হোন্ডা, ফিচার্স পুরো চমকপ্রদ! দাম কত দেখে নিন

Hornet 2.0 এর ওপর ভিত্তি করে নতুন বাইক এল বাজারে, দাম ফিচারস এবং ইঞ্জিনের শক্তি দেখে নিন

Advertisements

দুর্গাপুজোর আগে একেরপর এক চমক দিচ্ছে Honda। কদিন আগেই CB300F লঞ্চের পর এবার বাজারে এসেছে নতুন CB 200X। BS VI Phase 2 এর ইঞ্জিনটি OBD-2 এবং E20 ফুয়েলের সাথে দেদার ছুটতে সক্ষম। অর্থাৎ লেটেস্ট ফিচারসের সাথেই বাইকটি লঞ্চ হয়েছে। Honda Hornet 2.0 তে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে CB 200X এও সেই একই ইঞ্জিন দেওয়া হয়েছে। Honda CB200X: পুজোর আগে নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হোন্ডা, ফিচার্স পুরো চমকপ্রদ! দাম কত দেখে নিন

ইঞ্জিন ক্ষমতা এবং মাইলেজ: 184 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মোট 17 hp শক্তি এবং 15.9 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 6 গতির গিয়ারবক্স সহ 45kmpl মাইলেজ পাওয়া যায়। উল্লেখ্য, এই একই ইঞ্জিন রয়েছে Hornet 2.0 তেও।Honda CB200X: পুজোর আগে নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হোন্ডা, ফিচার্স পুরো চমকপ্রদ! দাম কত দেখে নিন

Advertisements

ডুয়াল ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) এর সাথে আসে CB 200X। মাউন্টেড LED টার্ন ইন্ডিকেটর, LED হেডলাইট এবং টেল লাইট সহ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে বাইকে। স্মার্ট ফিচারস থাকছেনা অবশ্য, কারণ আপনি এখানে ব্লুটুথ কানেকশন পাবেন না।

Honda CB200X: পুজোর আগে নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হোন্ডা, ফিচার্স পুরো চমকপ্রদ! দাম কত দেখে নিন

ডিসেন্ট ব্লু মেটালিক, পার্ল নাইটস্টার ব্ল্যাক এবং স্পোর্টস রেড রঙের সাথে Honda CB 200X এর দাম পড়বে 1.39 লক্ষ টাকা। যদিও CB300F এর রেট কমিয়ে 1.47 লাখ করার পর থেকে এই বাইকের গুরুত্ব কমেছে। পাওয়ারফুল ইঞ্জিন যাদের চাই তারা এবার একই বাজেটে অনেক বেশি শক্তিশালী CB300F কিনতে পারেন। যদিও মাইলেজের অংকে এগিয়ে CB200X।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.